• অভিষেকের র‍্যাম্পে হাঁটা 'মৃত' ভোটাররা BLO-দের চক্রান্ত? শুভেন্দুর গুরুতর দাবি
    আজ তক | ০৬ জানুয়ারি ২০২৬
  • 'হয় তো বিএলও-রাই জীবিত ভোটারদের 'মৃত' দেখিয়েছেন', দাবি শুভেন্দু অধিকারীর। খসড়া তালিকা প্রকাশের পর বারুইপুর বা অন্যত্র নিয়ে গিয়ে এসআইআর-এর বিরুদ্ধে প্রচার করাই মূল উদ্দেশ্য, মত বিরোধী দলনেতার। এই ঘটনায় তিন জন বিএলও জড়িত বলে দাবি তুললেন। মঙ্গলবার কলকাতায় দলীয় কার্যালয়ে 'SIR ভূত' নিয়ে পাল্টা দাবি করলেন শুভেন্দু। তাঁর মতে, কমিশন SIR করালেও BLO রা রাজ্যের নিযুক্ত কর্মী। তাই তাঁদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে কি না, এমনকি আইপ্যাকের যোগ আছে কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি করেন শুভেন্দু।  

    উল্লেখ্য, গত শুক্রবার জেলা সফর শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই বারুইপুরের সভার মঞ্চে তিনি তিন জনকে র‌্যাম্পে তুলে আনেন। বক্তৃতার মাঝেই অভিনব কায়দায় তাঁদের নিয়ে হাঁটেন ডায়মন্ড হারবারের সাংসদ। দাবি করেন, ভোটার তালিকার খসড়ায় তাঁদের তিন জনকেই 'মৃত' দেখানো হয়েছে। ওই তিন ভোটার হলেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি মেটিয়াবুরুজে, এক জনের বাড়ি কাকদ্বীপে।

    ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে। অভিষেকের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে পদক্ষেপ করে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানায়, একই ধরনের ঘটনায় এখনও পর্যন্ত রাজ্যে ১২ থেকে ১৫ জন অভিযোগ করেছেন। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই রিপোর্ট চাওয়া হয়েছে। ইচ্ছাকৃত ভাবে কোনও ভুল প্রমাণিত হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করা হয়েছে।

    কমিশনের তরফে আরও জানানো হয়েছে, প্রকাশিত তালিকাটি খসড়া। এটি চূড়ান্ত নয়। কোনও ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। প্রয়োজনে ফর্ম-৬ পূরণ করে নতুন করে নাম তোলার ব্যবস্থাও আছে। বর্তমানে রাজ্য জুড়ে চলছে শুনানিপর্ব। তবে শাসকদলের অভিযোগ, এসআইআর নিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে বহু গরমিল হয়েছে। জীবিত ভোটারদের ‘মৃত’ দেখানো হয়েছে খসড়া তালিকায়; এই অভিযোগেই উত্তপ্ত রাজনৈতিক মহল।
  • Link to this news (আজ তক)