কারুরে পদপিষ্ট কাণ্ড: জিজ্ঞাসাবাদের জন্য টিভিকে প্রধান তথা অভিনেতা বিজয়কে তলব সিবিআইয়ের
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
চেন্নাই, ৬ জানুয়ারি: তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট কাণ্ডে এবার টিভিকে প্রধান তথা অভিনেতা বিজয়কে সমন সিবিআইয়ের। আগামী ১২ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে বিজয়কে। সূত্রের খবর, কারুরে তাঁর জনসভায় যে পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার ফলে ৪১ জনের মৃত্যু হয়। সেই ঘটনা প্রসঙ্গেই বিজয়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে বিজয় সাড়া দেবেন কিনা সেই বিষয়ে কিছুই জানা যায়নি। ২০২৫-এর ২৭ সেপ্টেম্বর কারুরে সন্ধ্যাবেলায় বিরাট জনসভা ছিল বিজয়ের। ২০২৬-এ তামিলনাড়ুতে বিধানসভা ভোটের কথা মাথাতে রেখেই জনসভা করছিলেন টিভিকে প্রধান। কিন্তু কারুরের জনসভাতে গণ্ডগোল বাঁধে। বিজয়কে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যার ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের।ইতিমধ্যেই বিজয়ের দল টিভিকের শীর্ষ স্থনীয় নেতাদের পদপিষ্ট কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার অভিনেতার পালা। কারুরে পদপিষ্ট কাণ্ডে পদক্ষেপ করে তামিলনাড়ু সরকার গোটা বিষয়টি নিয়ে তদন্তের জন্য সিট গঠন করে। যদিও পদপিষ্ট কাণ্ডের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অনুমান হয় বিজয়ের দলের। তাই আদালাতের কাছে সিবিআইকে তদন্তভার দেওয়ার পক্ষে সওয়াল করে টিভিকে ওরফে তামিলাগা ভিট্রি কাঝাগাম। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতই কারুরের পদপিষ্ট কাণ্ডে তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেয়। তারপরেই গোটা তদন্ত প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজয় আপাতত ব্যস্ত তাঁর শেষ সিনেমা ‘জন নয়াগণ’ ওরফে ‘জন নেতা’র প্রচার নিয়ে। আগামী ৯ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।