এসআইআর: শুনানি থেকে ফিরে আত্মহত্যা এক ব্যক্তির! চাঞ্চল্য শিলিগুড়িতে
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, শিলিগুড়ি: এসআইআর আতঙ্কে এবার শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি এলাকায় এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ। মৃতের নাম মহম্মদ খাদেম (৫৭)। তিনি শিলিগুড়ির ফুলবাড়ির চুনাভাটি এলাকার বাসিন্দা। সূত্রের খবর, মহম্মদ খাদেমের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। সেই কারণে এসআইআরের শুনানিতে ডাক পেয়েছিলেন তিনি। শুনানি থেকে ফেরার পরেই কয়েকদিন ধরেই আতঙ্কে ছিলেন তিনি। এমনটাই দাবি মৃতের পরিবারের। বেশ কিছুদিন ধরেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলে অভিযোগ খাদেমের পরিবারের।আজ, মঙ্গলবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত পুলিশ কোয়ার্টার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় খাদেমের। ঘটনার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এলাকায় গিয়েছেন। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে, কথা বলছেন তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।