• হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাট রওনা অভিষেকের
    দৈনিক স্টেটসম্যান | ০৬ জানুয়ারি ২০২৬
  • একঘণ্টার মধ্যেই চপারে মিটল সমস্যা। এদিন বীরভূমে পৌঁছে প্রথমে তারাপীঠ যাবেন না তিনি। প্রথমে সভা করবেন। কারণ, দীর্ঘক্ষণ ধরে তাঁর জন্য অপেক্ষায় আমজনতা। তারপর হাসপাতালে গিয়ে দেখা করবেন সোনালি বিবির সঙ্গে। বিকেলের পর তারাপীঠে পুজো দেবেন সাংসদ।

    তৃণমূলের দাবি, অভিষেকের হেলিকপ্টারের জন্য ডিজিসিএ ছাড়পত্রই দেয়নি। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তাদের সরকারের সহায়তায় একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটি ভাড়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে তৃণমূল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)