• ‘খেলশক্তিই রাষ্ট্রশক্তি’, ক্রীড়া সংস্কৃতিতে জাতীয় নেতৃত্বে উত্তরপ্রদেশ, বার্তা যোগীর
    প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
  • হেমন্ত মৈথিল, বারাণসী: দীর্ঘ ৪৩ বছর পর উত্তরপ্রদেশের মাটিতে বসল জাতীয় ভলিবল প্রতিযোগিতার আসর। রবিবার বারাণসীর ডঃ সম্পূর্ণানন্দ স্পোর্টস স্টেডিয়ামে ৭২তম সিনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এদিন ভার্চুয়ালি এই প্রতিযোগিতার সূচনা হয়।

    এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, উত্তরপ্রদেশ আজ জাতীয় স্তরে ক্রীড়া সংস্কৃতির এক নতুন পীঠস্থান হয়ে উঠছে। যোগীর কথায়, “খেলশক্তিই হল রাষ্ট্রশক্তি। গত কয়েক বছরে দেশের ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে।” তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী মোদির অনুপ্রেরণায় ‘খেলো ইন্ডিয়া’ এবং ‘ফিট ইন্ডিয়া’র মতো প্রকল্পের মাধ্যমে যুবসমাজের মধ্যে শৃঙ্খলা ও দলগত সংহতি বৃদ্ধি পাচ্ছে। খেলাধুলা এখন আর কেবল বিনোদন নয়, এটি ব্যক্তিত্ব গঠন ও জাতি গড়ার হাতিয়ার।

    বারাণসীর সিগরা এলাকার এই আধুনিক স্টেডিয়ামটি স্মার্ট সিটি প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫৮টি দল অংশ নিয়েছে, যার মধ্যে ৩০টি পুরুষ এবং ২৮টি মহিলা দল রয়েছে। অনুষ্ঠান মঞ্চে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এবং উত্তরপ্রদেশ ক্রীড়া নির্দেশালয়ের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়। এর ফলে বারাণসীর ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে ক্রীড়াবিদরা এখন থেকে বিশেষজ্ঞদের অধীনে উন্নত প্রশিক্ষণ পাবেন।

    মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশের প্রতিটি গ্রামে খেলার মাঠ এবং জেলা স্তরে আধুনিক স্টেডিয়াম তৈরির কাজ চলছে। স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার ফলে এখন অলিম্পিক বা কমনওয়েলথ গেমসে রাজ্যের ছেলেমেয়েরা আগের চেয়ে অনেক বেশি পদক জিতছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর যোগী স্টেডিয়াম চত্বর পরিদর্শন করেন। সেখানে এক খুদে শ্যুটারের লক্ষ্যভেদ দেখে তাঁকে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, ক্রীড়ামন্ত্রী গিরিশচন্দ্র যাদব এবং মেয়র অশোক তিওয়ারি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
  • Link to this news (প্রতিদিন)