• লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর মুখে হাসি, পুলিশ নিয়োগে তিন বছরের ছাড় যোগী সরকারের
    প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
  • হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীকে নতুন বছরের বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রাজ্য পুলিশে কনস্টেবল এবং সমগোত্রীয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় তিন বছরের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রবিবারের এই সিদ্ধান্তের ফলে বয়সের গেরোয় আটকে পড়া বহু যুবক-যুবতী ফের স্বপ্ন দেখার সুযোগ পাবেন।

    রাজ্য সরকার জানিয়েছে, ২০২৫ সালের সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় মোট ৩২,৬৭৯টি শূন্যপদ পূরণ করা হবে। ৩১ ডিসেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। কিন্তু বহু প্রার্থী বয়সের কারণে আবেদন করতে পারছিলেন না। তাঁদের স্বার্থেই ৫ জানুয়ারি ২০২৬ মুখ্যমন্ত্রী এই বিশেষ নির্দেশ দিয়েছেন। সিভিল পুলিশ, পিএসি, সশস্ত্র পুলিশ, বিশেষ নিরাপত্তা বাহিনী এবং জেল ওয়ার্ডার— সমস্ত বিভাগেই এই সুযোগ মিলবে। পুরুষ এবং মহিলা উভয় আবেদনকারীই এই সুবিধা পাবেন।

    সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ‘উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস (বয়সসীমায় ছাড়) বিধি-১৯৯২’ প্রয়োগ করে এই ছাড় দেওয়া হচ্ছে। এটি একটি এককালীন ছাড়। এর ফলে বয়সের সময়সীমা পেরিয়ে যাওয়া কয়েক লক্ষ প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। যোগী প্রশাসনের এই পদক্ষেপকে ‘যুব-হিতৈষী’ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

    মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তরুণ প্রজন্মের সমস্যা নিয়ে সরকার যথেষ্ট সংবেদনশীল। এই সিদ্ধান্ত কেবল নিয়োগে অংশগ্রহণ বাড়াবে না, বরং প্রশাসনের প্রতি যুবসমাজের আস্থাও মজবুত করবে। নতুন বছরের শুরুতেই সরকারের এই ঘোষণা লখনউ থেকে বারাণসী— সর্বত্র চাকরিপ্রার্থীদের মধ্যে খুশির জোয়ার এনেছে।
  • Link to this news (প্রতিদিন)