• ভারত সফরে আসছেন জার্মান চ্যান্সেলর, বৈঠক করবেন মোদির সঙ্গে, আলোচনায় কোন কোন বিষয়?
    প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহেই দু’দিনের ভারত সফরে আসছেন ফ্রেডরিখ মার্জ। সোমবার এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক। সূত্রের খবর, ১২ জানুয়ারি আহমেদাবাদে পা রাখবেন তিনি। সেখানেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। উল্লেখ্য, এটি ফ্রেডরিখের প্রথম ভারত সফর হতে চলেছে।

    বিদেশমন্ত্রক জানিয়েছে, জার্মান চ্যান্সেলরের এই সফর দুই দেশের সম্পর্ককে  আরও শক্তিশালী করবে। শুধু তাই নয়, একে অপরকে সাহায্যের জন্য দু’দেশের যে অভিন্ন অঙ্গীকার তা-ও আরও দৃঢ় হবে। ভারত-জার্মানির দূরদর্শী অংশীদারিত্ব বৃহত্তর আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিদেশমন্ত্রক। জানা গিয়েছে, ১২ জানুয়ারি জার্মান চ্যান্সেলরকে আহমেদাবাদে স্বাগত জানাবেন মোদি।

    প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রেডরিখের দ্বিপাক্ষিক বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে? সূত্রের খবর, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, দক্ষতা, প্রযুক্তি এবং শিক্ষা ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা কীভাবে আরও বৃদ্ধি করা যায়, তা নিয়ে আলোকপাত করা হবে বৈঠকে। এছড়াও নিরাপত্তা, বিজ্ঞান, উদ্ভাবন ও গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন মোদি-ফ্রেডরিখ। অন্যদিকে, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে যে পূর্ব চুক্তিগুলি হয়েছে, সেগুলির অগ্রগতিও এই বৈঠকে পরিমাপ করা হবে বলে সরকারি সূত্রের খবর।

    প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে ভারতে আসবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর আগে জার্মান চ্যান্সেলরের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। আহমেদাবাদের পর বেঙ্গালুরুতেও যাওয়ার কথা ফ্রেডরিখের।
  • Link to this news (প্রতিদিন)