• কাজের ব্যস্ত সময়ে শিলিগুড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে শুটআউট! জখম শিশু-সহ ৫
    প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: সপ্তাহের দ্বিতীয় কাজের দিন ব্যস্ত সময় দুর্ঘটনা। শিলিগুড়ির (Siliguri) বিধাননগরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে শুটআউট। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি শিশু-সহ ৫। জখমদের মধ্যে রয়েছেন দুই মহিলা ও দুই পুরুষ। গোলাগুলির জেরে প্রবল আতঙ্কে বন্ধ ব্যাঙ্কের কাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি চলেছে। তবে আসল ঘটনা কী, তা জানতে তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। ব্যাঙ্কের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত ব্যাঙ্কটি ঘিরে ফেলা হয়েছে। পরিষেবা সম্পূর্ণ বন্ধ।

    সময় তখন দুপুর প্রায় দেড়টা। মাসের ষষ্ঠ দিনে ব্যাঙ্কে তখন চূড়ান্ত ব্যস্ততা। শিলিগুড়ির (Siliguri) বিধাননগরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিতে যথারীতি বেশ ভিড়। টাকা লেনদেনের দীর্ঘ লাইন। এমন সময় হঠাৎ গুলির শব্দ। ব্যাঙ্কের ভিতরে চলে ছররা গুলি। তাতে জখম হন এক শিশু-সহ ৫ জন। চরম আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ব্যাঙ্কে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। জানা যায়, ব্যাঙ্কের বাইরে পাহারায় থাকা নিরাপত্তারক্ষী ভিতরে এসেছিলেন। অসাবধানতাবশত তাঁর হাত থেকে বন্দুকটি পড়ে যায় এবং সেখান থেকেই সকলের নজর এড়িয়ে গুলি চলে।

    পুলিশ জখমদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে পাঠায়। সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মনে করা হচ্ছে, জখমরা সকলেই ব্যাঙ্কের গ্রাহক। কিন্তু নিরাপত্তারক্ষীর হাত থেকে বন্দুক পড়ে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে। দিনের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে ব্যাঙ্কের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্ককর্মীরা সুরক্ষিত রয়েছেন।

    ঘটনা নিয়ে নকশালবাড়ি এসিডিপিও সৌম্যজিৎ রায় জানিয়েছেন, ”আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছি। ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলা হচ্ছে। ব্যাঙ্ককর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল। সবদিক খতিয়ে দেখে তদন্ত হবে।”
  • Link to this news (প্রতিদিন)