• বছর শুরুতেই বন্ধ কামারহাটির প্রবর্তক জুট মিল, রাতারাতি কর্মহীন অন্তত ১০০০ শ্রমিক
    প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
  • অর্ণব দাস, বারাকপুর: বছর শুরুতেই বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুটমিল (Kamarhati Jute Mill Closed)। রাতারাতি কর্মহীন হয়ে পড়লেন জুটমিলে কর্মরত অন্তত ১০০০ শ্রমিক। যা নিয়ে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ব্যস্ত সময়ে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বেলঘড়িয়া থানার পুলিশ। সেই সময়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। শ্রমিকদের দাবি, হঠাৎ করে জুটমিলের গেটে কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছে। কিন্তু কেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। এই অবস্থায় কীভাবে চলবে সংসার? তা ভেবে দিশেহারা কাজ হারানো শ্রমিকরা।

    অন্যান্যদিনের মতোই আজ মঙ্গলবার সকালে কামারহাটির প্রবর্তক জুট মিলে কাজে আসেন শ্রমিকরা। ঢুকতেই তাঁরা দেখেন, অনির্দিষ্টকালের জন্য প্রবর্তক জুটমিল লিমিটেড বন্ধের নোটিশ। মালিকপক্ষের পক্ষ থেকে এই নোটিশ ঝুলানো হয়েছে। কিন্তু কেন বন্ধ করা হল মিল? সে বিষয়ে কিছু জানানো হয়নি বলেই দাবি শ্রমিকদের। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিক। যার জেরে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। কাজ হারানো শ্রমিকদের দাবি, কারখানায় কাঁচা পাট রয়েছে। ঠিকমতো সবকিছু চলছিল। এরপরেও কেন বন্ধ হল মিলের গেট? ধোঁয়াশায় শ্রমিকরা। শুধু তাই নয়, নতুন বছর। ছেলে মেয়েদের স্কুলে ভর্তি চলছে। মিল বন্ধ হওয়ায় কীভাবে তাঁদের পড়াশোনা চালাব? তা নিয়েও চিন্তিত শ্রমিকরা।

    যদিও এক্ষেত্রে প্রবর্তক জুটমিল কতৃপক্ষের দাবি, বর্তমানে কাঁচাপাটের দাম অনেকটাই বেশি। এই অবস্থায় কারখানা চালানো রীতিমতো চ্যালেঞ্জে হয়ে উঠছে। এদিকে কারখানা দ্রুত খোলা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। এদিকে নতুন করে যাতে অশান্তি না ঘটে সেজন্য কারখানার গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)