সোনালি বিবির সঙ্গে দেখা করে সদ্যোজাতর নাম রাখলেন অভিষেক, বাঙালি হেনস্তা নিয়ে ফের সরব সাংসদ
প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ধমানের সোনলি বিবির সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটে রণসংকল্প সভা শেষে রামপুরহাট মেডিক্যাল কলেজে অভিষেক। প্রসূতি বিভাগে ভর্তি সোনালির সঙ্গে দেখা করলেন তিনি। সোনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যোজাতের নামকরণ করলেন তিনি।সোনালির পুত্রসন্তানের নাম রাখলেন আপন। সঙ্গে তাঁদের উপর হওয়া অত্যাচার নিয়েও ফের সরব হয়েছেন তিনি।
গতকাল, সোমবার রামপুরহাট মেডিক্যালে পুত্রসন্তানের জন্ম দেন সোনালি বিবি। অভিষেক আগেই জানিয়েছিলেন দেখা করবেন তাঁর সঙ্গে। মঙ্গলবার রামপুরহাটে সভা ছিল তৃণমূল সাংসদের। কিন্তু হেলিকপ্টারে সমস্যা হওয়ায় দেরিতে বীরভূমে পৌঁছন তিনি। সভা শেষে পৌঁছন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।
হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বলেন, “সোনালি বিবির সঙ্গে দেখা করলাম। দু’জনেই সুস্থ রয়েছে। প্রটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। সভা থেকে এসেছি ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই যাইনি। সোনালি ও তাঁর মা সদ্যোজাতর নাম রাখার অনুরোধ করেন। আমি নাম রেখেছি আপন। কারণ, যে ভাবে ওঁদের পড় করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, তা কল্পনা করা যায় না। এরা সবাই আমাদের আপন।”
পাশাপাশি সোনালিদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। শুধুমাত্র বাংলা বলার অপরাধে তাঁদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয় বলে দাবি করেন অভিষেক। তৃণমূল সাংসদের দাবি, হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের ‘থাপ্পর’ খাওয়ার পর সোনালি ও তাঁর সন্তানকে কেন্দ্রীয় সরকার তাদের ফিরিয়ে আনা হয়েছে। অভিষেক বলেন, “বাংলা বলার অপরাধে সোনালিকে সন্তান-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফিরিয়ে আনা হয়েছে। শারীরিক ও মানসিক অত্যাচর করা হয়েছে। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে এই চোখের জলের দাম দিতে হবে।”