• ট্রেনে চাদর চুরি শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার! ‘চাদরটাও ঝাড়ছে’, খোঁচা কুণালের
    প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ট্রেনের মধ্যে চাদর চুরি শুভেন্দু (Suvendu Adhikari) ঘনিষ্ঠ বিজেপি নেতার! (BJP Leader) সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও পোস্ট করে বিজেপিকে তোপ দেগে শাসকদল তৃণমূলের দাবি, ‘এটাই বিজেপির আসল চরিত্র।’ ভিডিও শেয়ার করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh)। তিনি লিখছেন, ”বিজেপির সম্পদ, চুঁচুড়ার নেতা মৃন্ময় মজুমদার। ট্রেনের চাদরটা ঝাড়তেও বাদ রাখছে না।”

    অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম মৃন্ময় মজুমদার (Mrinmoy Majumder)। তিনি হুগলির বিজেপির লিগ্যাল সেলের নেতা। পেশায় একজন আইনজীবীও। জানা গিয়েছে, ট্রেনে চেপে সিউড়ি আদালতে যাচ্ছিলেন ওই বিজেপি নেতা। সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভাইরাল হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ভিডিওতে এসি কোচের দায়িত্বে থাকা একজন অ্যাটেনডেন্টকে মৃন্ময় মজুমদারের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, ”আপনি টিকিট কেটেছেন, মানে এই নয় চাদরটা ব্যাগে ভরে নিতে পারেন।” এরপরেই মৃন্ময় মজুমদারকে ‘সরি সরি’ বলতে শোনা যাচ্ছে। বিজেপি নেতার এহেন কর্মকাণ্ডে রীতিমতো অবাক ট্রেনের অন্যান্য যাত্রীরাও। ভাইরাল ভিডিওতে অনেককেই ঘটনার প্রতিবাদ করতেও শোনা যাচ্ছে।

    আর সেই ভিডিও শেয়ার করে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসকদল। বিজেপিকে ট্যাগ করে সমাজমাধ্যমে তৃণমূল লিখছে, ‘একদিকে মোদি আর শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরি। এটাই বিজেপির রাজনীতি।’ শুধু তাই নয়, তৃণমূলের আরও বক্তব্য, ‘বিজেপির তথাকথিত ‘সংস্কার’ চাপা পড়ে গেল ট্রেনের কামরায়। মানুষকে পরিষেবা দেওয়া তো দূর, ট্রেনের কামরায় কম্বল চুরি করতে দেখা গেল বিজেপির লিগাল সেলের নেতা মৃন্ময় মজুমদারকে।’ শুধু তাই নয়, কোচের অ্যাটেনড্যান্টকেও হেনস্থা করতে দেখা গিয়েছে বলে অভিযোগ।

    তৃণমূল বলছে, ‘ভিভিআইপি সেলফি থেকে কম্বল চুরি, এটাই বিজেপির আসল চরিত্র। যারা চোর-মুক্ত ভারতের কথা বলে তারাই চুরি করছে! মিথ্যা কথা, ঔদ্ধত্য় আর চুরিতে গা ভাসিয়েছে তারা।’
  • Link to this news (প্রতিদিন)