ছাপিয়ে গেল লক্ষ্যমাত্রা! ৬৫ কোটি টাকার রেকর্ড ব্যবসা সরস মেলায়
প্রতিদিন | ০৬ জানুয়ারি ২০২৬
ফারুক আলম, বিধাননগর: বিগত বছরের যাবতীয় পরিসংখ্যান ছাড়িয়ে এবার কেনাকাটায় কলকাতা সরস মেলায় (Saras Mela) রেকর্ড গড়বে। মেলার উদ্বোধনী মঞ্চে আগাম এই লক্ষ্যমাত্রার কথা জানিয়ে দিয়েছিলেন রাজ্য প্রশাসনের কর্তারা। আর মেলার সমাপ্তিতে দেখা গেল, সেই লক্ষ্য ছাপিয়ে গিয়েছে। নিউটাউনে অনুষ্ঠিত এ বছর ২১তম কলকাতা সরস মেলায় বিক্রির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। গত বছরের এই মেলায় বিক্রির পরিমাণ ছিল ৩৫ কোটি টাকা। এবার সেই সংখ্যা ছাঁড়িয়ে হয়েছে ৬৫ কোটি টাকা। যা বিগত বছরের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলে দাবি মেলা উদ্যোক্তাদের।
পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় আনন্দধারা প্রকল্পে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি গৃহ অন্দরসজ্জা, আসবাব পত্র, টেরাকোটা, কাঁথা স্টিচ, জামাকাপড়, শীতকালীন পূঠেপুলি ইত্যাদি দ্রব্য সামগ্রী বিরাট সম্ভার নিয়ে ১৫ দিন ধরে নিউটাউন মেলাপ্রাঙ্গণে কলকাতা সরস (Saras Mela) বসেছিল। সোমবার ওই মেলার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সংশ্লিষ্ট দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা বলেন, “বাংলায় খেলা-মেলার সরকার চলছে বলে অনেকেই অপপ্রচার করেন। ৬৫ কোটি টাকার এই বিক্রি তাঁদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে, বাংলার মহিলারা আজ স্বনির্ভর। সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীতে বাংলা প্রথম স্থান অর্জন করেছে।”
নিউটাউনে সরস মেলার সমাপ্তি অনুষ্ঠানে এক সফল কাশ্মীরি শিল্পীকে পুরস্কৃত করেন মন্ত্রী শিউলি সাহা। ছিলেন একাধিক সরকারি আধিকারিক।