• নাবালকরা ISI-এর ‘সফট টার্গেট’? পাঠানকোট থেকে ধৃত ১৫ বছরের ‘পাকিস্তানি চর’
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৬
  • পাঞ্জাব পুলিশের তদন্তে সামনে এল এক ভয়াবহ তথ্য। পাঠানকোট থেকে গ্রেপ্তার করা হলো এক ১৫ বছরের কিশোরকে। এই নাবালকের বিরুদ্ধে অভিযোগ, গত এক বছর ধরে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে গুপ্তচরবৃত্তি করছিল সে। পাঞ্জাব পুলিশের দাবি, ভারতের বহু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য সে পাচার করেছে সীমান্তের ও পারে।

    পুলিশ সূত্রে খবর, ধৃত কিশোরের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল পাকিস্তানি হ্যান্ডলারদের। গত এক বছর ধরে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সে তথ্য পাচার করে আসছিল। এই ঘটনা সামনে আসতেই গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ISI এখন ইচ্ছাকৃত ভাবে অল্পবয়সি, নাবালকদের টার্গেট করছে। কারণ সাধারণত শিশু-কিশোরদের কেউ সন্দেহ করে না এবং সহজেই তাদের মগজধোলাই করা বা টাকার লোভ দেখিয়ে ফাঁদে ফেলা সম্ভব।

    ইতিমধ্যেই পাঞ্জাব জুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, রাজ্যের আরও অনেক নাবালক অজান্তেই বা জেনেশুনে এই ভয়ানক জালে জড়িয়ে পড়েছে। রাজ্যের প্রতিটি থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ধৃত কিশোরের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট বা নাবালক বিচার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)