• ভর সন্ধ্যায় গোয়ালপোখরে শুটআউট, ২ পরিযায়ী শ্রমিককে গুলি করে চম্পট দিল দুষ্কৃতীরা
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • মঙ্গলবার ভর সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার নিয়ামতপুর এলাকায় শুটআউট। নিশানায় দুই পরিযায়ী শ্রমিক যুবক। জানা গিয়েছে, মেহফুজ আলম (২৩) এবং মহম্মদ ইরফান (২৫) নামে দুই যুবকের হাতেই আঘাত লেগেছে। তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

    মঙ্গলবার সন্ধ্যায় মেহফুজ এবং ইরফানকে টার্গেট করেছিল মোটরবাইকে সওয়ার দুই দুষ্কৃতী। পিছনের দিক থেকে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। দু’জনের হাতে আঘাত লাগে। গুলির আওয়াজে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। জানা গিয়েছে, এই দুই যুবকের বাড়ি গোয়ালপোখরের সাতভিটা‌ এলাকায়। তাঁরা পেশায় পরিযায়ী শ্রমিক। কিছুদিন আগে শিমলা থেকে ফিরেছিলেন।

    প্রশ্ন উঠছে, কে বা কারা তাঁদের নিশানা করল? কেন তাঁদের লক্ষ্য করে চালানো হলো গুলি? গুলিবিদ্ধ যুবক মেহফুজ আলম বলেন, ‘আমরা এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলাম। হঠাৎ করে পিছন থেকে একটি বাইকে চেপে দুই যুবক আমাদের উপর গুলি চালিয়ে সেখান থেকে চলে যায়। আমাদের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। কে এই ঘটনা ঘটাল, বুঝতে পারছি না।’

    এ বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস বলেন, ‘দুই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের হাতে আঘাত লেগেছে। চিকিৎসা চলছে। আমরা তদন্ত শুরু করেছি। সমস্ত দিক খতিয়ে দেখা হবে।’

  • Link to this news (এই সময়)