• শুনানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ, ফের মৃত্যু!
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এসআইআর হয়রানিতে মৃত্যুর অভিযোগ মহিলার। নাম রত্না চ্যাটার্জি। অভিযোগ, ওই মহিলাকে এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছিল। দীর্ঘক্ষণ শুনানির লাইনে দাঁড়িয়ে থাকার পর, অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি কল্যাণী গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই, হাসপাতালে যাচ্ছেন সাংসদ পার্থ ভৌমিক।

    আজকাল ডট ইন-এর পক্ষ থেকে পার্থ ভৌমিকের সঙ্গে যোগাযগ করা হলে, তিনি জানান, 'আমরা বারবার বলেছি অসুস্থ, বয়স্ক লোকজনেদের শুনানি বাড়িতে গিয়ে করা হোক। প্রয়োজনে সমস্ত তথ্য বিএলও'দের থেকে জানা হোক। এই সমস্তকিছুর জন্য বিজেপি দায়ী। এই মৃত্যুর দায় বিজেপিকে নিতে হবে।'  

    এসআইআর শুনানি ঘিরে আতঙ্কের আবহ জেলায় জেলায়। সেই আবহেই মর্মান্তিক দৃশ্য প্রকাশ্যে আসছে বারবার। এবার দেখা গেল, কয়েকজন বৃদ্ধ ও বৃদ্ধা অ্যাম্বুল্যান্সে করে, স্ট্রেচারে শুয়ে শুনানি কেন্দ্রে পৌঁছলেন। 

     
  • Link to this news (আজকাল)