• ছিল সরকারি যাত্রী প্রতিক্ষালয়, হয়েছে তৃণমূলের কার্যালয়, লাভপুরের ঘটনায় চাঞ্চল্য
    আজ তক | ০৭ জানুয়ারি ২০২৬
  • একটি নয়, দু-দু'টি সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে হয়েছে তৃণমূলের পার্টি অফিস। এ বিষয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে বিজেপি। দু'টি সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে দলীয় কার্যালয় করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা বীরভূমের লাভপুরের। লাভপুরের বিডিও -র কাছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি ৷

    বীরভূমের লাভপুরে তাঁতবান্দি ও বিপ্রটিকুরি বাসস্টপে দু'টি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। সেই দু'টি বদলে গিয়েছে তৃণমূল কার্যালয়ে ৷ দলীয় প্রতীক, পতাকা, মমতা ব্যানার্জীর ছবিতে সেজে উঠেছে সরকারি যাত্রী প্রতীক্ষালয়। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। পূর্ত বিভাগ, সেচ বিভাগ, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ, তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের জমি, আদিবাদীদের জমি, রেলের জমি দখল করে দলীয় কার্যালয় করার অভিযোগ ছিল বীরভূমের শাসক দলের বিরুদ্ধে। এবার রাস্তার উপর সরকারি টাকায় নির্মিত দু'টি যাত্রী প্রতীক্ষালয়কেই নতুন মোড়ক দিয়ে দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে শাসকদল। যদিও, এই মর্মে লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী বলেন, 'বিজেপি কী বলল তাতে কিছু যায় আসেনা ৷ ওদের পায়ের তলায় মাটি নেই, সংগঠন নেই। ওরা বিডিও -র কাছে অভিযোগ করেছে শুনেছি ৷ প্রশাসন যা সিদ্ধান্ত নেবে বা বলবে, দল যা সিদ্ধান্ত নেবে সেই কথা মেনে চলবো।'

    বীরভূমের লাভপুরের বিধায়ক হলেন দলের জেলা কোর কমিটির অন্যতম সদস্য অভিজিৎ সিংহ ওরফে রাণা সিং৷ তাঁর গড়ে সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল হয়ে গিয়েছে। ১ জানুয়ারি তৃণমূল-কংগ্রেস প্রতিষ্ঠা দিবস ছিল ৷ অভিযোগ, এই দিন থেকেই লাভপুরের তাঁতবান্দী ও বিপ্রটিকুরি বাসস্টপে দুটি যাত্রী প্রতীক্ষালয়কে দলীয় কার্যালয় করে ফেলা হয়েছে ৷ সাদা ও সবুজ রঙ করে দলীয় প্রতীক জোড়া ফুল এঁকে দেওয়া হয়েছে৷ লিখে দেওয়া হয়েছে তৃণমূল-কংগ্রেস কার্যালয় ৷ উড়ছে দলীয় পতাকা। পাশেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী ছবি ৷ অথচ, দীর্ঘদিন ধরে রাস্তার পাশে এই দুটি ছিল যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করার জায়গা। সরকারি সেই জায়গাও বাদ গেল না শাসক দলের হাত থেকে। এই মর্মে লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিকের কাছে লিখিত অভিযোগ করেছে বিজেপি৷ দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। এ নিয়ে লাভপুরের বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল বলেন, 'তৃণমূলের যে দখলদারি তা আজও বিদ্যমান। তার উদাহরণ হল সরকারি যাত্রী প্রতীক্ষালয় দুটিকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দিয়েছে। আর ওদের ব্লক সভাপতি সেটা উদ্বোধন করছে। সরকারি টাকায় তৈরি প্রতীক্ষালয় ওদের পার্টি অফিস হয় কি করে৷ আমরা বিডিওকে লিখিত ভাবে জানিয়েছি। আগামীতে ডিএম -এর কাছেও অভিযোগ জানাবো।' (রিপোর্টারঃ শান্তনু হাজরা)

     
  • Link to this news (আজ তক)