• সুনালির ছেলের কী নাম রাখলেন অভিষেক? নামকরণেও তাত্‍পর্য বার্তা
    আজ তক | ০৭ জানুয়ারি ২০২৬
  • বর্ধমানের সুনালি বিবির সঙ্গে দেখা করে সদ্যোজাত পুত্রের নাম রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বাঙালি হেনস্তা ও সুনালির উপর হওয়া অত্যাচারের প্রসঙ্গ তুলে ফের কেন্দ্র ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ।

    মঙ্গলবার রামপুরহাটে রণসংকল্প সভা শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছন রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই প্রসূতি বিভাগে ভর্তি সুনালি বিবি ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সুনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যোজাত পুত্রসন্তানের নাম রাখেন অভিষেক। শিশুটির নাম দেওয়া হয় ‘আপন’।

    উল্লেখ্য, সোমবারই রামপুরহাট মেডিক্যালে পুত্রসন্তানের জন্ম দেন সুনালি বিবি। আগেই তাঁর সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন অভিষেক। যদিও হেলিকপ্টারের সমস্যার কারণে বীরভূমে পৌঁছতে কিছুটা দেরি হয় তাঁর। সভা শেষ করেই তিনি সরাসরি হাসপাতালে যান।

    হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুনালি বিবি ও তাঁর সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। সভা থেকে এসেছি বলে সংক্রমণের আশঙ্কায় প্রোটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। তবে সুনালি ও তাঁর মা সন্তানের নাম রাখার অনুরোধ করেছিলেন। আমি নাম রেখেছি ‘আপন’। কারণ, যেভাবে ওঁদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, তা কল্পনাতীত। এঁরা সবাই আমাদের আপন।'

    এর পাশাপাশি সুনালি বিবি ও তাঁর পরিবারের উপর হওয়া নির্যাতনের অভিযোগও ফের তুলে ধরেন তৃণমূল সাংসদ। অভিষেকের দাবি, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই সুনালি বিবিকে সন্তান-সহ বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়েছিল। তাঁর অভিযোগ, হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরই কেন্দ্রীয় সরকার তাঁদের ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে।

    অভিষেক বলেন, 'বাংলা বলার অপরাধে একজন মাকে তাঁর সন্তান-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে তাঁদের ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনায় শারীরিক ও মানসিকভাবে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে। বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে এই চোখের জলের দাম দিতে হবে।'
     

     
  • Link to this news (আজ তক)