• ‘মোদি ভারতের জন্য বিপজ্জনক, অবসরে পাঠান’, সংঘের কাছে আর্জি প্রাক্তন বিজেপি সাংসদেরই
    প্রতিদিন | ০৭ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি ভারতীয় গণতন্ত্র, এমনকী বিজেপির জন্যও বিপজ্জনক।” এমন মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এখানেই না থেমে বিতর্কিত গেরুয়া সাংসদের পরামর্শ, প্রধানমন্ত্রী মোদিকে মার্গ দর্শক মণ্ডলীতে পাঠানোর সময় হয়ে গিয়েছে।

    এক সময় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেও বর্তমান মোদিবিরোধী তথা বিজেপিবিরোধী বলেই পরিচিত সুব্রহ্মণ্যম স্বামী। এদিন কটাক্ষের সুরে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন, সংঘ এবং বিজেপির হাইকমান্ডের মোদির অবসর নিয়ে এবার ভাবা উচিত। ৭৬ বছরের প্রধানমন্ত্রীকে সরিয়ে মার্গ দর্শক মণ্ডলীতে পাঠানো উচিত। কারণ তিনি ট্রাম্পের অনুরাগী হয়ে উঠেছেন। যা ভারতের জন্য এবং বিজেপির জন্য বিপজ্জনক।

    ট্রাম্প ও মোদির ‘বন্ধুত্ব’ গোটা বিশ্বের জানা। এরপরেও ভারতের উপর চড়া শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই আবহে মোদিকে সমালোচনা শুরু করেছিল কংগ্রেস। বারবার কূটনৈতিক ব্যর্থতার কথা উঠেছে। অসংখ্যবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে মধ্যস্তার দাবি তুলছেন ট্রাম্প। যদিও সরাসরি কিছু বলেননি মোদি। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন সেনা অপহরণ করলে গোটা পৃথিবীতে নিন্দার ঝড় উঠেছে। যদিও সাবধানি মন্তব্য করেছে দিল্লি। এমন সময় ‘ট্রাম্প অনুরাগী’ মোদিকে অবসরে পাঠানোর দাবি তুললেন বিদ্রোহী বিজেপি সাংসদ।

    এদিকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বন প্রশ্ন তুলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতোই নরেন্দ্র মোদিকেও অপহরণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। অনেকেই এই বক্তব্যকে উদ্ভট এবং হাস্যকর বলছেন। যদিও নেটিজেনদের একাংশের মতে, ট্রাম্পকে ভরসা করা কঠিন। কংগ্রেস নেতার বক্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। গেরুয়া শিবিরে জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীর মন্তব্য, আর কত নিচে নামবে কংগ্রেস? 
  • Link to this news (প্রতিদিন)