• নাবালিকার বিয়ে রুখল প্রশাসন, কুলতলিতে গ্রেপ্তার হবু বর-সহ দু’পক্ষের ৮
    প্রতিদিন | ০৭ জানুয়ারি ২০২৬
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: নাবালিকাকে বিয়ে করতে এসে ঠাঁই হল শ্রীঘরে! পাত্র-সহ দুই পরিবারের ৮ জনকে থানায় নিয়ে গেল পুলিশ। ভেস্তে গেল বিয়ের আয়োজন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার বহড়ু এলাকার বাসিন্দা আরিফুল মোল্লার সঙ্গে বিয়ে ঠিক হয় কুলতলি এলাকার এক নাবালিকার। ধুমধাম করে বিয়ের আয়োজন করে দুই পক্ষ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায়, পাত্রী নাবালিকা। সেই খবর পাওয়ার পরই বিয়ে বাড়িতে হানা দেয় কুলতলি থানার পুলিশ। সঙ্গে ছিল শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকরাও। ঘটনাস্থলে গিয়ে বিয়ে আটকে দেয় পুলিশ। পুলিশ ২২ বছরের হবু বর আরিফুল মোল্লাকে গ্রেপ্তার করে। সঙ্গে ওই নাবালিকার বাবা, জেঠু, পাত্রের মামা ও দুই পরিবারের মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। অভিযুক্ত পাত্র পুলিশকে জানান, “পাত্রীর বয়স কম, তা তিনি জানতেন না।”

    ৮ জনকে গ্রেপ্তারের পাশাপাশি নাবালিকা থানায় নিয়ে যাওয়া হয়। পরিবার জোর করে তার বিয়ে দিচ্ছিল কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আইন অমান্য করে নাবালিকার ভবিষ্যৎ নষ্ট করার প্রচেষ্টায় এবার প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)