• স্বর্ণ ব্যবসায়ীকে লুট, শূন্যে গুলি চালাল দুষ্কৃতীরা
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • বাড়ি ঢোকার আগে দুষ্কৃতীদের খপ্পরে পড়লেন মহিলা স্বর্ণ ব্যবসায়ী। তাঁর  মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনা ও রুপোর গয়নার ব্যাগ ছিনতাই দুষ্কৃতীদের। বাধা দিতে গেলে শূন্যে গুলি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের দেশবন্ধুপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ ফাঁড়ির পুলিশ‌। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের রামগঞ্জ বাজারে সোনা-রুপোর গয়নার দোকান রয়েছে আরতি দাসের। প্রতিদিনের মতো মঙ্গলবারও দোকান বন্ধ করে কিছু গয়না সঙ্গে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা  দেন। বাড়ির গেটের সামনে পৌঁছতেই আচমকা তিন জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, দুষ্কৃতীরা বন্দুক ঠেকিয়ে ভয় দেখায় এবং সঙ্গে থাকা গয়নার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।  তারা চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলির শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। মুহূর্তের মধ্যেই রামগঞ্জ বাজারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    আরতি দাস বলেন, ‘তিন জন দুষ্কৃতী আমাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনা এবং রুপোর গয়নার ব্যাগ নিয়ে চলে যায়। যাওয়ার সময়ে শূন্যে গুলিও চালায়। আমরা অত্যন্ত আতঙ্কে রয়েছি।’ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।  আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। দুষ্কৃতীদের ধরতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এই ঘটনায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

  • Link to this news (এই সময়)