• আকাশ থেকে খসে পড়ল অচেনা যন্ত্র, তাতে লাল-নীল আলো, আতঙ্ক দাঁইহাটে
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • ছোটরা তখন খেলছিল। আচমকাই তারা খসার মতো টুপ করে একটা সাদা বাক্স এসে পড়ল মাঠের মাঝখানে। তাতে আবার লাল, নীল আলো জ্বলছে। কী এটা? হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন বড়রা। কিন্তু ভয়ে তাঁরাও কাছে ঘেঁষেননি। দূর থেকে উঁকি মেরে দেখে সোজা পুলিশে খবর দেন। মুখে মুখে চাউর হয়ে যায়, মঙ্গলবার বিকেলে দাঁইহাটের মোকামপাড়ায় আকাশ থেকে টাইম বম্ব পড়েছে।

    মাঠের চারপাশে তখন ভিড় জমে গিয়েছে। সবাই উদ্বিগ্ন। চাপা স্বরে আলোচনা চলছে, ‘এখানে টাইম বম্ব কে ফেলল?’ মাঠের সাদা রঙের বাক্সটা থেকে তখনও লাল আলো বেরচ্ছে। সঙ্গে একটা গোঁ গোঁ আওয়াজ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দাঁইহাট ফাঁড়ির পুলিশ। তাঁরা দমদম মেট্রালজিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেন। তার পরেই আসল বিষয়টা সামনে আসে।

    পুলিশ জানিয়েছে, সাদা রঙের চৌকো বাক্সের মতো দেখতে ডিভাইসটি কোনও টাইম বম্ব নয়। আবহাওয়া পরিমাপের যন্ত্র। বায়ুমণ্ডলের উচ্চ স্তরে আবহাওয়ার তথ্য সংগ্রহ করতে দমদম মেট্রলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে প্রতিদিন সকাল ও বিকেলে রাবারের প্যারাসুটে করে এই ডিভাইস ওড়ানো হয়। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন দমদমের আবহাওয়াবিদরা।

    এই প্রসঙ্গে দমদম মেট্রলজিক্যাল ডিপার্টমেন্টের সায়েন্টেফিক অ্যাসিস্ট্যান্ট সুনন্দ কুণ্ডু বলেন, ‘আবহাওয়া গতিপ্রকৃতি বুঝতে প্রতিদিনই এই ডিভাইস ওড়ানো হয়। দাঁইহাটে সেটাই পড়েছে। একেবারেই নিরীহ একটা যন্ত্র। তবে সমস্ত প্রয়োজনীয় তথ্য আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি।’

    সব শোনার পরে স্থানীয় বাসিন্দা আনোয়ার শেখ ও আজাদ শেখের মুখে হাসি। তাঁরা বললেন, ‘আমাদের তো ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ভেবেছিলাম, বোমাই হবে। আকাশ থেকে এই রকম যন্ত্র পড়তে আগে কোনও দিন দেখিনি। তাই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছিলাম।’

  • Link to this news (এই সময়)