• মুস্তাফিজুর: সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি শরিকেরই
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় লাগাম নেই। তবে, খেলার মাঠকে রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখার পক্ষে সওয়াল করলেন খোদ এনডিএ শিবিরের এক শীর্ষনেতা। কেকেআরের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার যে নির্দেশ ভারতীয় বোর্ড (বিসিসিআই) দিয়েছে, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউয়ের প্রবীণ নেতা কে সি ত্যাগী। বিজেপির এই শরিক নেতার দাবি, ব্যক্তিগতভাবে মনে করি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ভারতের। কিন্তু কেন? ত্যাগী মনে করিয়ে দিচ্ছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ কিন্তু এক হিন্দু ক্রিকেটার লিটন দাসকে তাদের দলের ক্যাপ্টেন করেছে।ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন কংগ্রেসের শশী থারুর ও এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি সহ একাধিক বিরোধী নেতা। এবার মুস্তাফিজুর ইস্যুতে মুখ খুললেন কে সি ত্যাগীর মতোর প্রথম সারির এনডিএ নেতাও। বিজেপির এই শরিক নেতা বলেন, ‘খেলোধুলোর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কিন্তু ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। সীমান্তে সন্ত্রাসের ঘটনায় দায়ী পাকিস্তান। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনাগুলিতে সমাজে ক্ষোভের সঞ্চার করেছে। খেলার স্পিরিটের উপর তার প্রভাব পড়ছে। এইসব আবেগের বশেই হয়তো বিসিসিআই ওই সিদ্ধান্ত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, সামগ্রিকভাবে খেলোধুলোর উপর রাজনীতির প্রভাব পড়া উচিত নয়। বাংলাদেশ একজন হিন্দু ক্রিকেটার লিটন দাসকে তাদের টিমের ক্যাপ্টেন করেছে। সেকথা মাথায় রেখে আমাদেরও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। ওদের দিক থেকে এটা কিন্তু শক্তিশালী এক বার্তা। বাংলাদেশের ঘটনাগুলিতে ক্ষুব্ধ হয়ে আমরা আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারকে সরিয়ে দিয়েছি।’ 
  • Link to this news (বর্তমান)