• বিজেপি সভাপতিকে পালটা তোপ বিলাসরাও-পুত্র রীতেশ দেশমুখের
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
  • মুম্বই: খাসতালুক লাতুর থেকেই মুছে দেওয়া হবে বিলাসরাও দেশমুখের স্মৃতি। প্রয়াত কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মহারাষ্ট্র বিজেপির সভাপতি রবীন্দ্র চৌহান। কংগ্রেসের তোপ, এধরনের মন্তব্য গেরুয়া শিবিরের ক্ষমতার ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয়। বিজেপি প্রদেশ সভাপতির ওই মন্তব্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন ভিডিয়ো পোস্ট করেছেন বিলাসরাওয়ের অভিনেতা-পুত্র রীতেশ দেশমুখও। তাঁর বক্তব্য, ‘করজোড়ে বলছি, যাঁরা সাধারণ মানুষের জন্য জীবন অতিবাহিত করেছেন, তাঁদের নাম মানুষের মনে খোদাই হয়ে থাকে। লিখিত কোনও কিছু মুছে ফেলা যায়। কিন্তু যা খোদাই হয়ে আছে, তা আপনি মুছে ফেলতে পারেন না।’ বিতর্ক তুঙ্গে ওঠায় অবশেষে মঙ্গলবার ক্ষমা চেয়ে নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি।

    পুর নির্বাচনের আবহে সোমবার লাতুরে পার্টিকর্মীদের উদ্দেশে রবীন্দ্র বলেন, ‘আপনাদের প্রবল উদ্দীপনা দেখে আমি ১০০ শতাংশ নিশ্চিত, এই শহর থেকে বিলাসরাও দেশমুখের স্মৃতি মুছে ফেলা হবে।’ সুর চড়িয়ে কংগ্রেস পালটা তোপ দাগে, দেশমুখ নিজের গোটা জীবন রাজ্যের উন্নয়নের কাজে উৎসর্গ করেছিলেন। বিজেপি তাঁর সেই অবদানকে খাটো করার চেষ্টা করছে।

     পাশাপাশি বিলাসরাও-পুত্র রীতেশ দেশমুখের ভিডিও সামনে আসায় বিজেপি সভাপতির চাপ আরও বাড়ে। বিপাকে পড়ে এদিন রাজ্য বিজেপি সভাপতির সাফাই, ‘পুর নির্বাচনে নাগরিক পরিষেবাই আসল ইস্যু হওয়া উচিত। কারা বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সক্ষম, সেটাই গুরুত্বপূর্ণ। আমি বিলাসরাও দেশমুখের কোনও সমালোচনা করিনি। কিন্তু কংগ্রেস তাঁর নাম করে (লাতুরে) ভোট চাইছে। বিলাসরাও খুব বড় নেতা। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর পুত্র আমার বন্ধু। আমার মন্তব্যে কোনওভাবে তাঁর আবেগে আঘাত লেগে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’        
  • Link to this news (বর্তমান)