চেন্নাই: নিজের ‘শেষ’ সিনেমা মুক্তির আগে বিপাকে সুপারস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট কাণ্ডে তাঁকে সমন পাঠাল সিবিআই। আগামী ১২ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। গত বছর কারুরে টিভিকে দলের সুপ্রিমো বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয়েছিল ৪১ জনের। সেই ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। তবে আদৌ বিজয় হাজিরা দেবেন কি না, তা নিয়ে তাঁর টিমের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
চলতি বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখে গত বছর ২৭ সেপ্টেম্বর কারুরে সভার আয়োজন করেছিলেন টিভিকে প্রধান। তবে জনসভাতে গণ্ডগোল বাঁধে। মানা হয়নি নিরাপত্তা বিধি। বিজয়ের আসার কথা ছিল দুপুর ১২টায়। তবে তিনি এসে পৌঁছন সন্ধ্যা সাতটায়। তখনই বিজয়কে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। দেরি করে আসার জেরে ভিড় বাড়ে। অনেকেই গাছ, ছাদ, বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছিলেন। এর ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। সভায় অব্যবস্থাপনারও অভিযোগ উঠেছিল। প্রাথমিকভাবে ঘটনাটি তদন্তের জন্য সিট গঠন করেছিল তামিলনাড়ু সরকার। তবে গভীর ষড়যন্ত্রের কথা বলে সিবিআই তদন্ত দাবি করেছিলেন বিজয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট সিবিআইকেই তদন্তভার দিয়েছিল। এবার সিবিআইয়ের জেরার মুখে পড়তে চলেছেন তামিল সুপারস্টার। বিজয় এখন ব্যস্ত আসন্ন ছবি ‘জন নায়গান’-এর প্রচারে। এটি সম্ভবত তাঁর শেষ সিনেমা। এরপর পুরোপুরি রাজনীতিতেই মনোনিবেশ করবেন। তবে মুক্তির আগে ওই সিনেমাও বিপাকে। আগামী ৯ জানুয়ারি সেটি মুক্তি পাওয়ার কথা। এখনও ছবিকে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। সে কারণে মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছবির প্রযোজকরা। দ্রুত শুনানির আবেদনও জানিয়েছিলেন। সেই আর্জি খারিজ করে হাইকোর্ট সাফ জানায়, ‘একদিন পরে ছবিটি মুক্তি পেলে, কী অসুবিধা হবে?’ আজ, বুধবার এই মামলার ফের শুনানি হবে। ফাইল চিত্র