• ১৩ বছর পর খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আসামীকে মুক্তির নির্দেশ
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
  • নৈনিতাল: খুনের দায়ে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছিল তাঁকে। ইতিমধ্যে ১৩ বছর ধরে জেলও খেটে ফেলেছেন। অবিলম্বে তাঁকে মুক্তির নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। কী কারণে মুক্তির নির্দেশ? হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র মাইথানি ও বিচারপতি আশিস নাইথানির বেঞ্চ জানিয়েছে, যখন অপরাধটি হয়েছিল তখন ওই ব্যক্তি নাবালক ছিলেন। সেই কারণে যাবজ্জীবন কারাবাসের সাজার আইনি বৈধতা নেই। ২০০৩ সালের জুন মাসে রুরকিতে একটি খুন ও ডাকাতের মামলায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর এক মাস। ২০১৩ সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁকে রেহাই দিলেও সাজা বহাল রাখে সুপ্রিম কোর্ট। পরে ২০২১ সালে ফের হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পুরো ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় রেজিস্ট্রারকে নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে ওই ব্যক্তিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েচেন বিচারপতিদ্বয়।
  • Link to this news (বর্তমান)