নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশি সন্দেহে আটকে রাখা সোনালি বিবির স্বামী এবং দুই সন্তান সহ সুইটি বিবিকে ফেরানোর মামলা ১৯ জানুয়ারি শুনানি হবে। মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চে তা শুনানির জন্য তালিকাভূক্ত হলেও এসআইআর মামলার শুনানির জন্য সোনালির মামলাটি পিছিয়ে দেওয়া হল। তবে সোনালি যে ভারতীয় তার প্রমাণ জোরদার করতে আরও কিছু সরকারি নথি এদিন আদালতে জমা করা হয়েছে। ভারতীয় প্রমাণে ২০০২ সালের ভোটার তালিকায় বাবা ভাদু শেখের নাম রয়েছে বলেই নথি দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্বর্ণ ব্যবসায়ী খুনে জড়িত থাকার অভিযোগে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মামলাও এদিন সুপ্রিম কোর্টে শুনানির জন্য ডাক পড়েছিল। তবে রাজ্য সরকারের আইনজীবী উপস্থিত না থাকায় কাল ৮ জানুয়ারি তা শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ।