চণ্ডীগড়: বাড়িতে সবাই তখন নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ হাজির একদল যুবক। তারা সটান বলে, ‘তোদের ছেলেকে খুন করেছি। যা, গিয়ে বডিটা তুলে নিয়ে আয়।’ মুহূর্তেই হাহাকার পড়ে যায় বাড়িতে। ছেলের সন্ধানে দিশাহারার মতো ছুটতে শুরু করেছেন সবাই। সোমবার প্রাক্তন কবাডি খেলোয়াড় গগনদীপ সিং ওরফে গগনাকে খুনের পর তাঁর বাড়িতে গিয়ে সেকথা জানিয়ে আসে দুষ্কৃতীরা। পাঞ্জাবের লুধিয়ানার মানুকে গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, এই হামলার নেপথ্যে রয়েছে গুরসেবক সিং ওরফে মোটু ও তার সঙ্গীরা। তদন্তে নেমে পরদীপ সিং নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। গত তিনদিনে পাঞ্জাবে তিনজনকে খুন করা হয়েছে। প্রথমে এক কংগ্রেস কর্মী, পরে এক আপ নেতাকে খুন করে দুষ্কৃতীরা। তারপর দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার হলেন প্রাক্তন কবাডি খেলোয়াড় । ফলে বিরোধীরা রাজ্যের আইনশৃঙ্খলার বেহাল দশা নিয়ে আপ সরকারকে নিশানা করেছে। জানা গিয়েছে, সোমবার বন্ধু একমের সঙ্গে দানা মান্ডি এলাকায় গিয়েছিলেন গগনদীপ। সেখানে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। দিনকয়েক আগেও একমের উপর চড়াও হয়েছিল গুরসেবকের লোকজন। সেইসময় প্রতিবাদ করেন গগনদীপ। এর জেরেই তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।