• আবাসনে আগুন, স্ত্রী ও সন্তান সহ মৃত্যু দিল্লি মেট্রো রেল অফিসারের
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু হল দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) এক আধিকারিকের। তাঁর স্ত্রী ও ১০ বছরের শিশুকন্যারও মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে দিল্লির আদর্শনগরের এই দুর্ঘটনায় মৃতদের নাম অজয় বিমল, তাঁর স্ত্রী নীলম ও মেয়ে জাহ্নবী। অজয় ডিএমআরসিতে অ্যাসিস্ট্যান্ট সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং ও টেলিকম) পদে কর্মরত ছিলেন। এদিন ভোর আড়াইটে নাগাদ পুলিশের কন্ট্রোল রুমে ফোন আসে। বলা হয়, মুকুন্দপুর এলাকার মেট্রো অ্যাপার্টমেন্টের পাঁচতলার একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। কীভাবে লাগল আগুন, তা জানা যায়নি। মনে করা হচ্ছে, রুম হিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ডিএমআরসির তরফে জানানো হয়েছে, তড়িঘড়ি দমকল পৌঁছে গিয়েছিল। পরে নিয়ন্ত্রণে আসে আগুন। 
  • Link to this news (বর্তমান)