• হরিদ্বারের ১০৫ ঘাটে অহিন্দু প্রবেশে নিষেধাজ্ঞার ভাবনা
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
  • হরিদ্বার: দেবভূমি হরিদ্বার। দেশ-বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।এবার সেখানে পর্যটক প্রবেশ সীমিত হতে পারে। সূত্রের খবর, হরিদ্বারের প্রায় ১২০ বর্গকিমি এলাকাজুড়ে ছড়িয়ে থাকা ১০৫টি ঘাটে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে উত্তরাখণ্ড সরকার। এনিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল হরিদ্বারের ঘাট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গঙ্গা সভা ও সাধু-সন্তরা। সেই দাবির কথা মাথায় রেখে ও শহরের পবিত্রতা রক্ষার লক্ষ্যে সম্পূর্ণ বিষয়টি বিবেচনা করে দেখছে পুষ্কর সিং ধামির সরকার। উল্লেখ্য, ২০২৭ সালে হরিদ্বারে কুম্ভমেলা আয়োজিত হবে। সূত্রে খবর, কুম্ভের সময় থেকেই এই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানান, দেবভূমি হরিদ্বারের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে।
  • Link to this news (বর্তমান)