• নাম তোলার সময়সীমা বাড়ানোর আবেদন
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মূল মামলার শুনানি আগামী ২০ জানুয়ারি। তবে তার আগেই আগামী ১৫ জানুয়ারি শেষ হয়ে যাবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) খসড়া তালিকায় নাম না থাকাদের আবেদনের সময়সীমা। নাম তোলার আবেদন। অথচ এখনও পশ্চিমবঙ্গে বহু বৈধ নাগরিকের নামই বাদ গিয়েছে। নির্বাচন কমিশন ইচ্ছাকৃত নাম বাদ দিচ্ছে বলেও অভিযোগ। তাই আবেদনের সময়সীমা বাড়ানোর আবেদন করে সুপ্রিম কোর্টে অতিরিক্ত আবেদন দায়ের করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। 

    পশ্চিমবঙ্গে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। তবে পশ্চিমবঙ্গে যতক্ষণ না বৈধ ভোটারদের নাম উঠছে, ততক্ষণ চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখও পিছিয়ে দেওয়া হোক বলেও শীর্ষ আদালতে দাবি করা হয়েছে। বিহারে এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মূল মামলাতেও ছিলেন ডেরেক। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো স্রেফ বাংলার বিষয়ে গত ৩০ জুলাই নতুন আবেদন জমা করেন। তারই অঙ্গ হিসেবে ফের নতুন আর্জি যুক্ত করে মামলা দায়ের হল। এদিকে, মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর এজলাসে এসআইআরের মূল মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানিয়েছেন, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুসারেই কাজ হচ্ছে। সংবিধানই কমিশনকে এই কাজের অধিকার দিয়েছে। 

    সময়সীমা বাড়ানোর পাশাপাশি নাম বাদ পড়া, শুদ্ধকরণের শুনানিতে রাজনৈতিক দলের এজেন্টকে (বিএলএ) ইআরও অফিসে ঢুকতে দিতে হবে বলেই সুপ্রিম কোর্টের আবেদনে আর্জি জানিয়েছেন ডেরেক। আবেদনে যে সব বিষয় তুলে ধরা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হল, পরিযায়ী শ্রমিকদের ভার্চুয়াল শুনানির সুযোগ, ষাটোর্ধ্ব-অসুস্থদের বাড়ি গিয়ে নথি যাচাই, কমিশনের ভুলের জন্য যেন কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, লজিক্যাল ডিসক্রিপেনসির নামে কারও নাম কাটা না যায়, যাচাই প্রক্রিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে নথিকে গ্রাহ্য করা হয়। এসআইআর সংক্রান্ত বিভিন্ন নির্দেশ নির্বাচন কমিশন যেন হোয়াটসঅ্যাপে প্রকাশ বন্ধের আবেদনও করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)