• ভোটার লিস্টে ২ স্থানে নাম নেই! সরকারি কর্মীদের হলফনামা দাবি
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার লিস্টে দুই জায়গায় নাম নেই তো? এবার হলফনামা দিয়ে জানাতে হবে সরকারি কর্মীদের। ইতিমধ্যেই এই মর্মে রাজ্য সরকারি কর্মীদের চিঠি পাঠাতে শুরু করেছে কমিশন। চিঠিতে জানানো হয়েছে, দুই জায়গার ভোটার লিস্টে নাম থেকে থাকলে এক জায়গায় কাটাতে হবে। একটি ডিক্লারেশন ফর্মে এই সংক্রান্ত তথ্য উল্লেখ করতে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। 

    সূত্রের খবর, রাজ্যে প্রায় ১০ লক্ষ মানুষ রাজ্য সরকারি কর্মী। কমিশনের নির্দেশ, প্রত্যেককেই ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে। তাঁদের জানাতে হবে, তাঁরা কোথাকার ভোটার? দুই স্থানে তাঁর নাম রয়েছে কি না এবং অতীতে কোথাও নাম থাকলে তারও উল্লেখ করতে হবে। সরকারি কর্মীদের থেকে প্রাপ্ত সব তথ্যই হলফনামা আকারে জমা থাকবে কমিশনের কাছে। 

    এদিকে, গঙ্গাসাগর মেলার জন্য শুনানি প্রক্রিয়া যাতে ব্যাহত না-হয় তা জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠাল কমিশন। সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, মেলার প্রয়োজনে অন্য জেলা থেকে আধিকারিকদের নিয়োগ করতে হবে। দক্ষিণ ২৪ পরগনায় যাতে শুনানিতে কোনও ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, ভিন রাজ্য থেকেও লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান গঙ্গাসাগর মেলায়। ফলে মেলা সামলাতে গিয়ে জেলার প্রশাসনিক আধিকারিকদের শুনানির কাজে সমস্যা হতে পারে। সেজন্য যাতে অন্য জেলা থেকে আধিকারিকদের নিয়োগ করা হয়, তা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। 

    অন্যদিকে, সব জেলার এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে রাজ্যের সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছে কমিশন। বৈঠকে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং নির্বাচন কমিশনের আইটি’র ডিরেক্টর জেনারেল সীমা খান্না। 
  • Link to this news (বর্তমান)