নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে ক্যালকাটা বয়েজ স্কুল (বেলেঘাটা ক্যাম্পাস), বেলেঘাটা মেইন রোডের এই দু’কিলোমিটারের মতো অংশ খোঁড়া। রাস্তা হয়ে গিয়েছে সরু। একটি অংশ দিয়েই দু’দিকের গাড়ি চলাচল করছে। সর্বদাই তৈরি হচ্ছে যানজট। বেশিরভাগ অংশে পাইপলাইন বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। তবে মানুষের অভিযোগ, রাস্তা মেরামত করা হয়নি।
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি। সেটির এই হাল হওয়ায় প্রবল সমস্যায় গাড়ি চালকরা। হাঁটাচলা প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে। এক-দু’দিন নয়, প্রায় দু’সপ্তাহ ধরে চলছে পাইপলাইনের কাজ। ফলে ধারাবাহিকভাবে যন্ত্রণা পোহাতে হচ্ছে মানুষকে। রাস্তায় দু’কিমির এক–তৃতীয়াংশই পড়ে রয়েছে কঙ্কলসার অবস্থায়। বাকি অংশ দিয়ে কোনওক্রমে দু’মুখী যান চলাচল করানো হচ্ছে। অটো, বাস, গাড়ি, বাইকের চাপ এই রাস্তায় প্রবল। ফলে রোজই তীব্র যানজট। অফিস টাইমে তো বটেই দিনের অন্যান্য সময়ও ভোগান্তি জনতার।
জানা গিয়েছে, বাইপাসের বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে ক্যানাল ইস্ট রোড পর্যন্ত পাইপলাইন বসবে। গত ১৮ দিন ধরে কাজ চলছে। প্রাথমিকভাবে বাইপাস সংলগ্ন অঞ্চল থেকে শুরু হয় কাজ। তখন থেকে অল্পবিস্তর জ্যাম শুরু হয়। তারপর কাজ যত এগয় ততই তীব্র আকার নেয় যানজট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলেঘাটা আইডি হাসপাতাল ও সিআইটি রোড ক্রসিং পেরিয়ে খালপাড়ের দিকে যানজট বাড়ছে। রাস্তাটি মোটামুটি ৩০ ফুট চওড়া। বাইপাসমুখী লেনের বাঁ দিকের বেশিরভাগ অংশ খোঁড়া হয়েছে পাইপের কাজের জন্য। অভিজিৎ মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘এই রাস্তায় দু’টি বাস মুখোমুখি হলে আটকে যায় যায় অবস্থা হয়। এখন রাস্তায় একাংশ খোঁড়া। দু’টি বাস একসঙ্গে যাতায়াত করতে পারছে না। একটি লেন বন্ধ করে অন্য লেন দিয়ে গাড়ি চলাচল করানো হচ্ছে।’ মৌসুমী খাঁ নামে স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ, ‘অফিস টাইমে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। একের পর এক বাস, গাড়ির লাইন পড়ে যাচ্ছে। তখন দু-একজন ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে রাস্তায়। বাকি সময় পুলিশ থাকে না।’
মঙ্গলবার বিকেলে বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে খালপাড় পর্যন্ত যানজট সামলাতে দেখা গিয়েছে মাত্র দুই হোমগার্ডকে। তাঁদের একজন আবার মোবাইল ফোনে ব্যস্ত। অন্য জন বিশাল যানজটের সামনে নিছক দর্শকের মতো অসহায় অবস্থায় দাঁড়িয়ে। এই রাস্তায় প্রচুর সংখ্যক অটো চলে। চালকদের অভিযোগ, ‘অটো চালাতে সমস্যা হচ্ছে। মাঝেমধ্যেই পুলিশ ইচ্ছেমতো রাস্তা বন্ধ করে দিচ্ছে। গার্ডরেল দিয়ে বাইপাসমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করছে খেয়ালখুশি মতো। আলোছায়া কিংবা বেলেঘাটা সিআইটি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি।
লালবাজারের ট্রাফিক বিভাগের দাবি, রাস্তা সরু হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। প্রয়োজনমতো যানজট এড়াতে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় ট্রাফিক গার্ড। কলকাতা পুরসভার সড়ক বিভাগ জানিয়েছে, রাস্তা মেরামত শুরু হয়েছে। যেখানে কাজ সম্পূর্ণ সেখানে রাস্তা সারানো হচ্ছে।