• ১০৫টি কচ্ছপ উদ্ধার বনগাঁয়, গ্রেপ্তার এক
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: গোপন সূত্রে খবর পেয়ে ১০৫টি কচ্ছপ উদ্ধার করল বনদপ্তর। সোমবার রাতে বনগাঁর শিমুলতলা এলাকায় এক চোরা কারবারির বাড়িতে হানা দিয়ে দপ্তরের কর্মী ও আধিকারিকরা ওই কচ্ছপগুলিকে উদ্ধার করেন। কচ্ছপগুলি বস্তার মধ্যে ভরা ছিল। রেঞ্জার দয়াল চক্রবর্তী এই অভিযানে নেতৃত্ব দেন। রাধেশ্যাম কুণ্ডু (৪৩) নামের এক চোরা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দেন।

    বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ মেনে উদ্ধার হওয়া কচ্ছপগুলি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি ইন্ডিয়ান ফ্ল্যাপ শেল প্রজাতির বলে জানা গিয়েছে। এগুলি সুন্দি কাছিম কিংবা চিতি কাছিম নামেও পরিচিত। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে চোরাপথে সেগুলি বনগাঁয় আনা হয়েছিল। এখান থেকে বিভিন্ন বাজারে পাঠানোর মতলবে ছিল রাধেশ্যাম। এ বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য বনাধিকারিক কমল সরকার বলেন, এই জাতীয় প্রাণী ধরা কঠোরভাবে নিষিদ্ধ। আমরা গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির বাড়ি থেকে সেগুলি উদ্ধার করেছি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে আমরা প্রচার করছি।

    প্রশাসনের নির্দেশ অমান্য করে বনগাঁ শহরে গোপনে বিক্রি হচ্ছে কচ্ছপ। সুস্বাদু মাংসের লোভে মানুষ বেশি দাম দিয়ে সেগুলি কিনছেন। জানা গিয়েছে, কচ্ছপের মাংস প্রতি কেজি ৮০০-১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে। প্রশাসনের নজর এড়াতে হোম ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে কচ্ছপের মাংস বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে বেআইনি কারবারিরা। শহরের কোনও গোপন ডেরায় সেগুলি মজুত করে গোপনে কেটে পৌঁছে দেওয়া হচ্ছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে এই কারবারের বিরুদ্ধে এমন অভিযান চলবে। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)