কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ৪ কোটি টাকায় সন্দেশখালিতে শুরু সেতু তৈরির কাজ
বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সন্দেশখালির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মাথায় রেখে যোগাযোগের জন্য সেতু নির্মাণের উদ্যোগ নিল রাজ্য সরকার। ২০ মিটারের সেই সেতু তৈরি করতে প্রায় চার কোটি টাকা ব্যয় করবে পূর্তদপ্তর। মঙ্গলবার এই কাজের শিলান্যাস হল। উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান, সন্দেশখালি ২ বিডিও অরুণকুমার সামন্ত, মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক, সন্দেশখালি থানার ওসি বলাই ঘোষ প্রমুখ।
জানা গিয়েছে, সন্দেশখালি ২ ব্লকের অন্তর্গত বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মাঝে রয়েছে ধুলিয়া খাল। সাধারণ মানুষের যাতায়াতের ভরসা ফেরি সার্ভিস। দীর্ঘদিন ধরে ধুলিয়া খালের কারণে বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মানুষের যাতায়াতে অসুবিধা হতো। বর্ষাকালে তীব্র অসুবিধার মধ্যে পড়ত স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষ। জরুরি পরিষেবা পেতেও ভোগান্তির শেষ থাকত না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে এসে ধুলিয়া খালের উপর ব্রিজ তৈরির কথা ঘোষণা করেন। সেই ঘোষণা মতো মঙ্গলবার সন্দেশখালি ২ ব্লকে ওই খালের উপর বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত সংযোগকারী সেতু নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হল। ৩ কোটি ৯১ লক্ষ ২৯ হাজার টাকায় কুড়ি মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে। মহিলাদের হাত দিয়েই নারকেল ফাটিয়ে সেতু নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয়।
স্থানীয় বাসিন্দা রাজা খান
বলেন, এই ব্রিজের জন্য দীর্ঘদিনের দাবি ছিল। এটা হওয়ায় দুটি পঞ্চায়েতের মানুষ উপকৃত হবেন। আর মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না নৌকার জন্য। এদিন বিডিও অরুণবাবু বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মাটি পরীক্ষা থেকে দপ্তরের সব নিয়ম মেনে কাজ করা হচ্ছে। সেতুটি যাতে দ্রুত এলাকাবাসীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া যায়, তার ব্যবস্থা হবে। নিজস্ব চিত্র