করোনা পর্বের মতো এবারও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচশোর নীচে
বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ২০২২ এবং ২০২৩, পরপর দু’বছর ডেঙ্গু আক্রান্তের গ্রাফ লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠেছিল। আক্রান্তের সংখ্যা চার হাজার ছুঁয়েছিল। কোনও কোনও মাসে আক্রান্তের সংখ্যা ছিল দেড় হাজারেরও বেশি। তবে করোনার সময়ের মতো এবারও বিধাননগর পুরসভায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রইল পাঁচশোর নীচে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর আক্রান্তের মোট সংখ্যা ৪৪০। স্বাভাবিকভাবেই রোগ নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি পেয়েছে পুরসভা। তবে এবার আক্রান্তের সংখ্যা কম হলেও সল্টলেকে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে স্কুলছাত্রীর।
প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের বার্ষিক হিসেব কষা হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সেই হিসেব অনুযায়ী, ২০১৭ সালে বিধাননগর পুরসভায় ৩ হাজার ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হন। তখনও পর্যন্ত এই সংখ্যা ছিল সর্বোচ্চ। তবে ২০২২ সালের ডেঙ্গু সংক্রমণ ২০১৭ সালের পুরনো রেকর্ড ভেঙে দেয়। ওই বছর ৪ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছিলেন। এখনও পর্যন্ত ’২২ সালেই এক মাসে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। অক্টোবরে ১ হাজার ৬৬৭ জন আক্রান্ত হন। পরের বছর ২০২৩ সালেও ৩ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছিলেন। পরপর দু’বছরের বৃদ্ধির অভিজ্ঞতা থেকে ২০২৪ এবং ২০২৫ সালের শুরু থেকে ডেঙ্গু সংক্রমণ রোধে বিশেষ জোর দেওয়া হয়েছিল। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ৩৯০ এবং ২০২৫ সালে ৪৪০। পরপর দু’বারই পাঁচশোর নীচে রয়েছে সংখ্যা।
গত পাঁচ বছরের মধ্যে একমাত্র ২০২০ সালে করোনার সময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচশোর নীচে ছিল। ওই বছর ২৩৮ জন আক্রান্ত হয়েছিলেন। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২২ এবং ২০২৩ সালের সংক্রমণ অনেক উপরে ছিল। তবে গতবারের মতো এবারও আমরা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। রাজ্য সরকারের গাইডলাইন মেনে ডেঙ্গু অভিযান চলছে। শহরের নাগরিকরা সচেতন হচ্ছেন। আমরা চাই সকলের সহায়তায় বিধাননগর থেকে নির্মূল হোক ডেঙ্গু।’