এই সময়, ময়নাগুড়ি: স্কুলে নিয়মিত আসেন না এক শিক্ষক। পড়াশোনাও বেহাল। এই অভিযোগে সোমবার স্কুলগেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চাপগড় বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক-সহ গ্রামবাসীরা। সেই আন্দোলনের জেরে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত শিক্ষককে বদলি করা হলো মেটেলি ব্লকের এক প্রাথমিক বিদ্যালয়ে। পরিবর্তে অন্য এক শিক্ষক বিএফপি স্কুলে এসেছেন।
দীর্ঘ দিন ধরেই আমগুড়ি চাপগড় বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাগ্নিক চক্রবর্তীর বদলির দাবিতে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক নিয়মিত ভাবে বিদ্যালয়ে আসেন না। ক্লাস ঠিকমতো নেন না। দীর্ঘ দিন ধরে বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও সুরাহা মেলেনি। এরপরে সোমবার বিক্ষোভে নামেন স্থানীয়রা। সে দিন রাতেই প্রশাসনের তরফে জানানো হয় সাগ্নিককে বদলি করা হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয়ে পরিদর্শনে আসেন ময়নাগুড়ি উত্তর মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক নবনীতা মুখোপাধ্যায়। তিনি বলেন, 'ওই শিক্ষকের বিরুদ্ধে বহুদিন আগে থেকেই অভিযোগ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে বিষয়টি খতিয়ে দেখার পরে ওই শিক্ষকের বদলির নির্দেশ আসে।' এ বিষয়ে সাগ্নিক কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।