• দুই দিনাজপুরে অভিষেক, রাষ্ট্রপতির কাছে শান্তনু ঠাকুর, বুধবার আর কী খবরে নজর?
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বুধবার দুই দিনাজপুরে কর্মসূচি রয়েছে তাঁর ৷ প্রথমে উত্তর দিনাজপুরের ইটাহারে রোড শো করবেন তিনি । ইটাহারের চৌমাথায় একটি জনসভাও করবেন। সেখান থেকে তিনি চলে যাবেন দক্ষিণ দিনাজপুরে । সেখানে পতিরামের পরিযায়ী শ্রমিক অসিত সরকারের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর । পেশায় পরিযায়ী শ্রমিক অসিত মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন । বাংলাদেশি তকমা দিয়ে তাঁকে জেলে পাঠিয়েছিল সেখানকার সরকার। সাত মাস সংশোধনাগারে থাকার পরে ছাড়া পান তিনি।

    SIR আবহে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।সঙ্গে থাকছে মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধি দল।মতুয়াদের অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন এবং নাগরিকত্ব সংক্রান্ত বিষয়েও কথা হতে পারে বলে মতুয়া মহাসঙ্ঘ সূত্রে খবর।

    সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। শুনানিতে কী হয় সেই দিকে থাকবে নজর।



    শুরু হচ্ছে সপ্তম বছরের টাটা স্টিল চেস টুর্নামেন্ট। দুপুর তিনটে থেকে কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শুরু হবে প্রতিযোগিতা। এ বারের অন্যতম আকর্ষণ বিশ্বনাথান আনন্দ। ২০১৮ সালের পর তিনি এ বার নামছেন।

  • Link to this news (এই সময়)