• Breaking News Live: গুলির লড়াইয়ে পুলিশের হাতে মৃত্যু পাঞ্জাবের দুষ্কৃতীর
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • মঙ্গলবার রাতেও কনকনে ঠান্ডা অব্যাহত থাকল কলকাতায়। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম। দিনের তাপমাত্রাও ছিল অস্বাভাবিকভাবে কম—মাত্র ১৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি নিচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের এই জুবুথুবু ঠান্ডা অন্তত সপ্তাহের শেষ পর্যন্ত বজায় থাকবে।

    পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো পাঞ্জাবের এক দুষ্কৃতীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের তরণ তারণ জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুষ্কৃতীর নাম হারনুর সিং, ওরফে নুর। পাঞ্জাবের ভালতোহা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খুন করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

    মসজিদের পাশের বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে ছড়াল অশান্তি। বুধবার ভোরে দিল্লির তুর্কমান গেটের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উচ্ছেদ অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। গুরুতর জখম হন ৫ পুলিশকর্মী।

  • Link to this news (এই সময়)