• দাড়িভিটে তদন্তে NIA, হাইকোর্টের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • এই সময়: সাড়ে সাত বছর আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে গোলমালে দু'জনের মৃত্যু এবং পুলিশের বিরুদ্ধে গুলি চালানো, দুষ্কৃতীদের বোমাবাজি-সহ হামলার ঘটনায় এনআইএ তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ দিয়েছিল, তা বহাল রাখল ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের বক্তব্য, সিঙ্গল বেঞ্চের নির্দেশে এনআইএ তদন্ত চালাচ্ছে। এখনই সেই তদন্তে হস্তক্ষেপ করার প্রয়োজন বোধ করছে না ডিভিশন বেঞ্চ। রাজ্য সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। সেই আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ। অস্বস্তি বাড়ল রাজ্যের।

    দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যু অভিযোগ ওঠার পর থেকে বিভিন্ন সময়ে মামলায় নানা আপত্তি তুলেছে রাজ্য। সিঙ্গল বেঞ্চের দেওয়া এনআইএ তদন্তে নির্দেশ খারিজ চেয়ে রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছিল। হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিলেও জাতীয় তদন্তকারী সংস্থা এই তদন্তে গা ছাড়া মনোভাব দেখাচ্ছে বলে এর আগে হাইকোর্টই ভৎসনা করে ওই সংস্থাকে। গত বছর জুনে তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়ার কথা থাকলেও বারেবারে এনআইএ সময় নেওয়ায় আদালত অসন্তোষও প্রকাশ করে।

    শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ২০১৮-র ২০ সেপ্টেম্বর দাড়িভিট হাইস্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন সেখানকার বাসিন্দারা। অবরোধ, লাঠিচার্জ, ইট-পাথর ছোড়া থেকে শুরু করে বোমা-গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজেশ সরকার এবং তাপস বর্মন নামে দুই প্রাক্তন ছাত্রের। বিচারপতি রাজাশেখর মাস্থার সিঙ্গল বেঞ্চ দীর্ঘ শুনানির পরে ২০২৩-এর ১০ মে গোটা ঘটনায় তদন্তের ভার এনআইএ-র হাতে তুলে দেয়। নিহত দুই যুবকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয়।

  • Link to this news (এই সময়)