• কাঁচামালের অভাব, কামারহাটির প্রবর্তক, বজবজের জুট মিল বন্ধ
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর ও সংবাদদাতা, বজবজ: কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেল স্বাধীনতার আগে তৈরি কামারহাটির প্রবর্তক জুটমিল। অন্যদিকে, এদিনই বজবজ জুট মিলে উৎপাদন বন্ধের কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
    মঙ্গলবার সকালে মিলে কাজে এসে সাময়িক সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দেখতে পান প্রবর্তক মিলের কর্মীরা। এই নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায়। প্রসঙ্গত, এর আগে জগদ্দল জুটমিল, কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল, জগদ্দলের অ্যালায়েন্স জুটমিল বন্ধ হয়েছিল। উৎপাদন কমেছিল বরানগর জুট মিলেও। ওই তালিকায় এবার প্রবর্তক জুট মিল।

    মিলের তৃণমূলের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বলেন, প্রথমে ম্যানেজমেন্ট বলল, সপ্তাহে পাঁচ দিন কাজ করতে। তারপর বলল চার দিন কাজ হবে। ম্যানেজমেন্টের এই কথা আমরা মেনে নিয়ে কাজ করছিলাম। এত সহযোগিতা করার পরেও মিল বন্ধ করে দেওয়া হল। এনিয়ে আইএনটিটিইউসি নেতা সোমনাথ শ্যাম বলেন, পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জুটমিল রয়েছে। তাই বিজেপি জুটমিলগুলি বন্ধ করার ষড়যন্ত্র করছে।

    একই কারণ, অর্থাৎ কাঁচামালের অভাব দেখিয়ে বজবজ জুট মিলে উৎপাদন বন্ধের কথা ঘোষণা করল কর্তৃপক্ষ। জু্টমিল বন্ধ থাকবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এই ক’দিন ‘কাজ নেই বেতন নেই’ ভিত্তিতেই জুটমিল বন্ধ থাকবে। তবে ১৭ জানুয়ারি থেকে যথারীতি উৎপাদন শুরু হবে। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল সিদ্ধান্তের জন্য বজবজ জুটমিলে এমন সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে।
  • Link to this news (বর্তমান)