উচ্ছেদে মধ্যরাতে ১৭ বুলডোজার! রণক্ষেত্র পুরাতন দিল্লি, পুলিশকে লক্ষ্য করে পাথর, আটক ১০
বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি, ৭ জানুয়ারি: কোনও বাড়ি একশো বছর পুরনো। কোনওটা আবার তার থেকেও বেশি। প্রবল শীতে যখন দিল্লি কাঁপছে, তার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে সেইসমস্ত বাড়ি ভঙতে বুলডোজার নিয়ে হাজির হলেন দিল্লি পুরসভার আধিকারিকরা। সঙ্গে বিশাল পুলিশ। স্থানীয়দের প্রবল বাধাদানের মুখে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে পুরাতন দিল্লির তুর্কমান গেট এলাকা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন জখম হয়েছেন। পাথর ছোড়ার অভিযোগে আটক করা হয়েছে ১০ বিক্ষোভকারীকে। গোটা এলাকায় একসঙ্গে চার জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
তুর্কমান গেট এলাকায় রয়েছে শতাব্দী প্রাচীন ফয়েজ-ই-ইলাহি মসজিদ। পাশেই রামলীলা ময়দান। মসজিদ লাগোয়া ৩৮ হাজার ৯৪০ বর্গফুট জমি জবরদখলকারীদের হাইকোর্টের নির্দেশে ইতিপূর্বে নোটিশ পাঠিয়েছিল দিল্লি পুরসভা। যদিও বাতিলের আর্জি জানিয়ে আইনের দ্বারস্থ হয়েছে মসজিদ কমিটি। তাদের পাল্টা দাবি, চিহ্নিত জমিটি আসলে ওয়াকফ সম্পত্তি। ফলে এই সংক্রান্ত যে কোনও বিবাদের নিষ্পত্তি হবে ওয়াকফ ট্রাইবুনালে। আইনি লড়াইয়ের মাঝে মঙ্গলবার রাত ১টা নাগাদ ১৭টি বুলডোজার নিয়ে হাজির হন পুর আধিকারিকরা। সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। আকস্মিক বুলডোজার অভিযানের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ফলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষজন। শুরু হয় বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দু’তরফে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। তাতে বেশ কয়েকজন জখম হয়। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে।
জমি দখলমুক্ত করার জন্য গত বছর ১২ নভেম্বর দিল্লি পুরসভাকে (এমসিডি) নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এজন্য তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। গত ৪ জানুয়ারি জমি চিহ্নিত করতে গিয়ে স্থানীয়দের বাধার ফিরে আসতে হয়েছিল পুর আধিকারিকদের। কড়া নিরাপত্তা উচ্ছেদ অভিযান জারি আছে বলে জানা গিয়েছে।