আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ
দৈনিক স্টেটসম্যান | ০৭ জানুয়ারি ২০২৬
বুধবার সকাল ১০টায় রাষ্ট্রপতি সময় দিয়েছেন শান্তনুদের। শান্তনু জানিয়েছেন, ‘আমরা দেখা করার জন্য সময় চেয়েছিলাম। বুধবার সকালে সেই সময় দেওয়া হয়েছে। মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিদল সঙ্গে নিয়ে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছি।’ কী কারণে রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন বা কী দাবিদাওয়া নিয়ে যাচ্ছেন, সে বিষয়ে শান্তনু বিশদে কিছু জানাতে চাননি। তিনি বলেন, ‘মতুয়াদের ভবিষ্যৎ, মতুয়াদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন-সহ বেশ কিছু বিষয়ে রাষ্ট্রপতির কাছে আমাদের আর্জি পেশ করব।’