গদির লোভে বাঘে-গরুতে একঘাটে… মহারাষ্ট্রের পুরসভায় কংগ্রেসের হাতে হাত বিজেপির
প্রতিদিন | ০৭ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এও সম্ভব! দেশজুড়ে নিজেদের কংগ্রেস-মুক্ত ভারতের প্রবক্তা হিসেবে তুলে ধরে বিজেপি। অথচ ভোট বৈতরণি পার হতে তারাই কিনা ‘হাতে’ হাত রাখল! তাও একনাথ শিণ্ডের শিব সেনার থেকে মুখ ফিরিয়ে! এমনই ছবি দেখা যাচ্ছে মহারাষ্ট্রের অম্বরনাথ পুরসভা। স্বাভাবিক ভাবেই শিণ্ডে শিবির এই পরিস্থিতিতে বেজায় চটেছে। তারা এই জোটকে ‘অপবিত্র’ বলেও তোপ দেগেছে ইতিমধ্যেই।
আর এই জোটের কারণেই অম্বরনাথের পুর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বিজেপি-র তেজশ্রী করঞ্জুলে পেয়েছেন বিপুল ভোট। ৩২ জন কাউন্সিলর তাঁকে সমর্থন দিয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন বিজেপির, ১২ জন কংগ্রেসের এবং চারজন এনসিপির অজিত পাওয়ার শিবিরের।