রাস্তা মেরামতির কাজের জন্য বুধবার সকাল থেকেই প্রবল যানজট উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম-সোদপুর রোডে। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। যানজটের প্রভাব পড়েছে ১২ নম্বর জাতীয় সড়কেও। জাতীয় সড়কে রাস্তার ডিভাইডারের রেলিংয়েরও কাজ চলছে। সব মিলিয়ে যান চলাচলের গতি অনেকটাই কম।
জানা গিয়েছে, মধ্যমগ্রাম কালীবাড়ি এলাকায় রাস্তার বেহাল দশার কারণে মেরামতির কাজ চলছে সকাল থেকে। মধ্যমগ্রাম কালীবাড়ি এলাকায় রাস্তা খারাপের কারণে দুর্ঘটনা ঘটছে নিয়মিত। বিশেষ করে বাইক ও টোটো দুর্ঘটনার কবলে পড়ছে। গত সপ্তাহে একটি টোটো যাত্রী-সহ উল্টে যায় রাস্তায় তৈরি হওয়া গর্তে। মধ্যমগ্রাম পুরসভার তরফে PWD-র কাছে আবেদন জানালে সেই কাজ অবশেষ শুরু হয়েছে এ দিন সকাল থেকে। একেবারে ব্লক ইট দিয়ে সেই গর্ত বুঝিয়ে স্থায়ী মেরামত করা হচ্ছে। রাস্তার একাংশে কাজ চলার জন্যে ট্র্যাফিক মুভমেন্ট অনেকটাই স্লো হয়ে যায়।
সকাল দশটার পর থেকে যানজট চরমে উঠেছে। খুব কাছেই মধ্যমগ্রাম চৌমাথা, সোদপুর রোড ও পারেই বাদু রোড, মাঝে জাতীয় সড়ক। ফলে মধ্যমগ্রাম কালীবাড়ি এলাকায় রাস্তার কাজের জন্য যানজটের প্রভাব গিয়ে পড়ছে সংযোগকারী অন্য রাস্তাতেও। মধ্যমগ্রামের ট্র্যাফিকের তৎপরতায় কাজ চললেও রাস্তা পুরোপুরি বন্ধ না করে, যে স্থানে কাজ চলছে, সেই এলাকা ব্যারিকেড করে বাকি রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। এক বাইক আরোহী বলেন, ‘১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে আধঘণ্টার উপরে। অনেকটাই সমস্যা হচ্ছে। এই ধরনের কাজ রাতের মধ্যে শেষ করে নিলে সমস্যা মিটে যেত।’
ডিসিপি ট্রাফিক নীহাররঞ্জন রায় বলেন, ‘যান চলাচল কোথাও বন্ধ হয়নি। পর্যাপ্ত পুলিশ রয়েছে। খুব বেশি যানজট হলে রাস্তার কাজ বন্ধ করে গাড়ি চলাচল আবার স্বাভাবিক করে দেওয়া হবে। পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।’