• আমেরিকা-ভেনেজ়ুয়েলা দ্বৈরথের মাঝেই নেতানিয়াহুকে ফোন মোদীর, কী নিয়ে আলোচনা?
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • ভেনেজ়ুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আমেরিকার অপহরণ ও গ্রেপ্তারের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। নয়া ‘মার্কিন সাম্রাজ্যবাদ’ নিয়ে শুরু হয়েছে চৰ্চা। কোনওভাবেই যাতে ভেনেজ়ুয়েলার মানুষের শান্তি বিঘ্নিত না হয়, সেই ব্যাপারে মত প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এর মাঝেই বুধবার সকালে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে বলে খবর।

    নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথোপকথনের পরে মোদী এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমার বন্ধু, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে পেরে এবং তাঁকে ও ইজ়রায়েলের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। আমরা আগামী বছরে ভারত-ইজ়রায়েল কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছি।’

    শুধুমাত্র নববর্ষের শুভেচ্ছা বিনিময় নয়, দুই রাষ্ট্রনেতার মধ্যে আঞ্চলিক পরিস্থিতি ও সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমরা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছি এবং আরও দৃঢ় সংকল্পের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের অভিন্ন অঙ্গীকারের কথা জানিয়েছি।’

    উল্লেখ্য, ২০১৮ সালে শেষবার ছয়দিনের ভারত সফরে এসেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ২০২৫ সালের নভেম্বর মাসে নেতানিয়াহুর ফের ভারত সফরে আসার কথা ছিল। তবে বেশ কিছু কারণে সেই সফর বাতিল করা হয়। নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে, ডিসেম্বরে নির্ধারিত তাঁর ভারত সফর স্থগিত হওয়ার পর তা পুনরায় ঠিক করার জন্য আলোচনা চলছে।

  • Link to this news (এই সময়)