• অত্যাধুনিক পরিকাঠামো ছাড়াই জটিল অস্ত্রোপচার, রোগীকে নতুন জীবন দিল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • হাসপাতালের নিজস্ব ব্লাড ব্যাঙ্ক নেই। নেই অত্যাধুনিক পরিকাঠামো—তবুও অসাধ্য সাধন করলেন সেখানকার চিকিৎসকরা। নদিয়ার শান্তিপুরের বেড়পাড়ার বাসিন্দা হাসিনা বিবি (৪৩) পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসায় ধরা পড়ে তাঁর জরায়ুতে বিশাল টিউমার রয়েছে। যত দিন যাচ্ছে ততই ওজন বাড়ছে টিউমারের। চিকিৎসকরা তাঁর নানা রকম পরীক্ষা করে তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন।

    হাসিনার পরিবারে আর্থিক অনটন থাকায় নার্সিংহোমে চিকিৎসা করানো সম্ভব ছিল না। তাই তাঁদের একমাত্র ভরসা ছিল শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতাল। রবিবার সেখানেই ভর্তি করানো হয় হাসিনাকে। হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পবিত্র ব্যাপারী এবং তাঁর টিম পর্যবেক্ষণে রাখেন তাঁকে। এর পর মঙ্গলবার দুপুরে চিকিৎসকরা সফল ভাবে জটিল অস্ত্রোপচার করেন হাসিনার।

    শান্তিপুর হাসপাতালে নিজস্ব ব্লাড ব্যাঙ্ক না থাকলেও চিকিৎসকরা নিজেরা প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করেন। দীর্ঘক্ষণ অস্ত্রোপচারের পরে অবশেষে চিকিৎসকের দল সফল ভাবে হাসিনার পেট থেকে পাঁচ কেজি ওজনের টিউমার বের করেন।

    চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন, ‘হাসিনার অস্ত্রোপচার আমাদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। পর্যাপ্ত পরিকাঠামো না থাকলেও ঝুঁকি নিয়েই অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে হাসিনা সম্পূর্ণ সুস্থ এবং বিপদ মুক্ত। খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’ হাসিনার স্বামী পিন্টুউদ্দিন আলী বলেন, ‘সরকারি হাসপাতালে এত উন্নত মানের পরিষেবা পাওয়া যাবে তা ভাবতেই পারিনি। চিকিৎসকদের কুর্নিশ জানাই।’

  • Link to this news (এই সময়)