• ১৬ দিনে পড়ল আশাকর্মীদের কর্মবিরতি, দাবি পূরণের জন্য স্বাস্থ্য ভবন ঘেরাও করে বিক্ষোভ
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • মাসিক ভাতা বৃদ্ধি, কর্মরত অবস্থায় মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরণ-সহ আট দফা দাবিতে একজোট হয়ে আন্দোলনে নেমেছেন আশাকর্মীরা। ডাক দিয়েছেন কর্মবিরতিরও। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর থেকে সেই আন্দোলন শুরু হয়েছে। বুধবার ১৬ দিনে পড়ল সেই আন্দোলন। এ দিন সকাল থেকেই সল্টলেকে স্বাস্থ্যভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা। গোটা রাজ্য থেকে কয়েক হাজার আশাকর্মী স্বাস্থ্য ভবনের গেটে এসে জড়ো হন।

    কী কী দাবি আশাকর্মীদের?

    পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পুরস্বাস্থ্য কর্মী ইউনিয়নের নেতৃত্বে আন্দোলনে নেমেছেন আশাকর্মীরা। তাঁদের দাবি, মাসিক ভাতা ৫,২০০ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৫,০০০ টাকা করতে হবে। এ ছাড়াও বকেয়া টাকা মেটাতে হবে, মাতৃত্বকালীন ছুটি-সহ আরও সরকারি ছুটিও দিতে হবে। পাশাপাশি, সরকারি কর্মী হিসেবে স্বীকৃতির দাবিও করেছেন তাঁরা। আন্দোলনরত কর্মীরা জানান, তাঁরা ডেপুটেশন জমা দেবেন। দাবি না মানা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।

    এই আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে স্বাস্থ্য ভবনের সামনে। আশাকর্মীদের স্বাস্থ্যভবনের মধ্যে ঢোকা আটকানোর জন্য ব্যারিকেড দিয়েছিল পুলিশ। আশাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন আশাকর্মীরা। তাঁরা দাবি করছেন, স্বাস্থ্যসচিবের সঙ্গে তাঁদের দেখা করতে দিতে হবে।

  • Link to this news (এই সময়)