• বিধানসভা ভোটের আগে বিজেপির রাজ্য কমিটি ঘোষণা, নতুন মুখ কারা এলেন?
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৬
  • প্রীতিশ বন্দ্যোপাধ্যায়

    বিধানসভা ভোটের আগে বিজেপির রাজ্য কমিটি ঘোষণা করা হলো। বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার প্রায় ৬ মাস পরে ঘোষণা হলো নতুন রাজ্য কমিটি। আর তাতে একাধিক পরিবর্তন হয়েছে। এসেছে একাধিক নতুন মুখ।

    নতুন কমিটিতে সভাপতি শমীক ভট্টাচার্য ছাড়াও আছেন ১২ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১২ জন সম্পাদক। মোট ৩০ জনের কমিটি।

    অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায় আগে ছিলেন সাধারণ সম্পাদক, তাঁদের করা হলো সহ-সভাপতি। সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মনও হলেন সহ-সভাপতি। নতুন করে সহ-সভাপতি পদে এলেন মনোজ টিজ্ঞা। সহ-সভাপতি পদে এলেন তনুজা চক্রবর্তী, অমিতাভ রায়ও। এ ছাড়াও সহ-সভাপতি পদে নতুন মুখ তাপস রায়, নিশীথ প্রামাণিক।

    এ ছাড়াও রাজ্য বিজেপিতে পাঁচ সাধারণ সম্পাদকের মধ্যেও একাধিক পরিবর্তন। লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতোকে পুনর্বহাল করা হয়েছে সাধারণ সম্পাদক পদে। সাধারণ সম্পাদক পদে নতুন মুখ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, শশী অগ্নিহোত্রী। এ ছাড়াও আছেন বাপি গোস্বামী।

    সম্পাদক শঙ্কর ঘোষ, দীপাঞ্জন গুহ, সোনালি মুর্মু, মনোজ পান্ডে, অম্লান ভাদুড়ি, মহাদেব সরকার, শাখারভ সরকার, সিন্টু সেনাপতি, শর্বরী মুখোপাধ্যায়, মোহন শর্মা, বিভা মজুমদার, সঞ্জয় বর্মা।

    যুব মোর্চা ও মহিলা মোর্চার দায়িত্বে যথাক্রমে ইন্দ্রনীল খান ও ফাল্গুনী পাত্রকে রাখা হলেও এসটি মোর্চার নতুন মুখ হলেন সাংসদ খগেন মুর্মু। আগে ছিলেন চার্লস নন্দী। অন্যদিকে কিষাণ মোর্চার মাথায় ছিলেন মহাদেব সরকার, এলেন রাজীব ভৌমিক।

  • Link to this news (এই সময়)