• ভোটের আগে ঘোষিত বিজেপির নতুন রাজ্য কমিটি
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিধানসভা ভোটের আগে ঘোষিত হল বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। বেশ কিছু রদবদল করা হয়েছে কমিটিতে। বুধবার নতুন রাজ্য কমিটির পাশাপাশি মোর্চা সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে।

    রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে মাথায় রেখেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ জন সহ–সভাপতির মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এছাড়াও সহ–সভাপতি পদে রয়েছেন মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পাল। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কেও সহ–সভাপতি পদে রাখা হয়েছে। কমিটিতে আছেন রাজু বন্দ্যোপাধ্যায়ও। সহ–সভাপতি পদে আছেন সঞ্জয় সিং, দেবশ্রী চৌধুরি, দীপক বর্মন, জগন্নাথ চ্যাটার্জি, অমিতাভ রায়, তনুজা চক্রবর্তী, প্রবাল রাহা। 

    রাজ্য কমিটিতে আছেন সৌমিত্র খাঁও। তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। জ্যোতির্ময় সিং মাহাতোও সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এছাড়াও আছেন লকেট চ্যাটার্জি, বাপি গোস্বামী, শশী অগ্নিহোত্রী। সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিধায়র শঙ্কর ঘোষ। এছাড়াও সম্পাদকের দায়িত্বে আছেন দীপাঞ্জন গুহ, সোনালী মুর্মু, মনোজ পাণ্ডে, অম্লান ভাদুড়ি, মহাদেব সরকার, সিন্টু সেনাপতি, শর্বরী মুখার্জি, মোহন শর্মা, বিভা মজুমদার ও সঞ্জয় বর্মা। 

    কোষাধ্যক্ষ পদে আছেন আশিস বাপট। যুগ্ম কোষাধ্যক্ষ পদে আছেন প্রবীণ আগরওয়াল, বিদ্যাসাগর মন্ত্রী। নতুন রাজ্য কমিটি ঘোষণা করার পাশাপাশি বিজেপির বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। এসটি মোর্চার দায়িত্বে আছেন সাংসদ খগেন মুর্মু। যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে ফাল্গুনী পাত্রকে। সংখ্যালঘু মোর্চার দায়িত্বে আলি হোসেন। তবে বেশ কিছু উল্লেখযোগ্য নাম এই তালিকায় নেই। যেমন অশোক দিন্দা বা প্রিয়াঙ্কা টিবরেওয়াল। 

     
  • Link to this news (আজকাল)