আজকাল ওয়েবডেস্ক: বিজেপি শাসিত মহারাষ্ট্রে কাজের জন্য গিয়েছিলেন, সেখানে হেনস্থার শিকার। বুধবার তাঁদের সঙ্গেই দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা অসিত সরকার, গৌতম বর্মনদের সঙ্গে দেখা করেন অভিষেক। অসিত সরকারের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন। সাত মাস ভিন রাজ্যে বাংলাদেশি তকমা পেয়ে জেলে থাকার পর, ঘরে ফিরেছেন তাঁরা। এদিন অভিষেক বলেন, 'আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম আইনত, সাহায্য-সহযোগিতা করে তাঁদের কীভাবে ফেরত আনা যায়। কিন্তু আমাদের সঙ্গেও যোগাযোগ হয় সাড়ে তিন-চার মাস পর।'
ঠিক তার পরেই, বালুরঘাটের বিজেপি সাংসদকে একহাত নিয়ে, তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদের। অভিষেক এদিন বলেন, 'আমার এতটুকু কর্তব্য নেই, দায়িত্ব নেই, আমার লোকসভা কেন্দ্রের দু'জন গরীব মানুষ, মহারাষ্ট্রে দীর্ঘ ২০ বছর কাজ করছেন তাঁরা, সমস্যার মুখে পড়েছেন, তাঁর স্ত্রী সাহায্য চাইছেন, আমার এতটুকু দায়বদ্ধতা নেই, আমি ফোন করে দেবেন্দ্র ফড়নবিশকে না পারি, তাঁর সরকার বা মুখ্যমন্ত্রীর সচিবালয়ের বা কোনও সাংসদ বিধায়ককে ফোন করে বলি ভুলবশত জেলে ঢুকিয়েছেন বাংলাদেশি অ্যাখ্যায়িত করে, এটা অন্যায়। ছাড়ার ব্যবস্থা করুন।' ' এখানে তৃণমূল বিজেপি কীসের?' এই প্রশ্নও তোলেন অভিষেক। বক্তব্যে উঠে আসে সোনালি-প্রসঙ্গও।
অভিষেকের পাশে দাঁড়িয়ে এদিন অসিত সরকার বলেন, 'মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে দীর্ঘ সাতমাস জেল খেটেছি। কী কষ্ট পেয়েছি একমাত্র আমরা জানি।' অসিত সরকারের মুখে তৃণমূল কংগ্রেসের প্রশস্তি। গৌতম বর্মনের মুখেও, দীর্ঘ কারাবাসের কথা। সঙ্গেই তিনি জানান, 'আমি একজন বিজেপির কর্মী ছিলাম। আমার স্ত্রী সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিল, সেখানেও কোনও কাজ হয়নি।'
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পৌঁছে অভিষেক সাক্ষাৎ করেন ওসমান মোল্লার পরিবারের সঙ্গে। এসআইআর আতঙ্কে ওসমান মোল্লার মৃত্যুর অভিযোগ পরিবারের। এদিন সাক্ষাতের পর অভিষেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, 'পরিবার জানিয়েছে, তার ভোটার আইডি এবং ভোটার তালিকার মধ্যে সামান্য নামের অমিলের জন্য SIR নোটিস আসার পর থেকে, তিনি ভয়ের মধ্যে ছিলেন রাতের ঘুম উড়ে গিয়েছিল।'
বুধবার, অসিত সরকারের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে, অভিষেকের গাড়ি দাঁড়ায় লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে তিনি শিক্ষক এবং পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। পড়ুয়াদের চকোলেট দেন। খুদেরা অভিষেককে সামনে পেয়ে গোলাপ তুলে দেয় সাংসদের হাতে।